নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

হাসি কান্না আর ভালবাসা-২

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

রাসেলের বুকটা অনেক ব্যথা করছে। এতো চাপ সহ্য হচ্ছে না। এক দিকে বউ অনেক চাপ দিচ্ছে। বলছে, ভালবাসার প্রমাণ দিতে হবে। দুই বছর এতো কিছু করার পর আবার প্রমাণ দিতে হবে। বোনটাকে বিয়ে দিল রাসেল এর মধ্যে। বোন জামাইটা বলদের বলদের গাছ বলদ। দুনিয়ার কিছু বুঝে না।
লতা জাপান চলে যাবে জামাইকে নিয়ে। জামাইটা কয়দিন পর পর যায় ধামরায় শিয়ালের ডাক শুনতে। এতো যদি শিয়াল ডাক পছন্দ, তাহলে একটা মহিলা শিয়ালকে বিয়ে করতে পারতো।
সোমা আজ আবার খারাপ স্বপ্ন দেখে উঠেছে। ওর জামাইকে নিয়ে নিরপত্তাহীনতায় ভুগছে। ওর সব কথাবার্তা রহস্যজনক। আগে সোমা ওর চোখ বুঝতে পারতো। এখন ওর চোখে ভিতরে হারিয়ে যায়। ওর চোখ দিয়ে যখন অশ্রু বের হয়, তখন তাতে ডুবে হাবুডুবু খায়।
প্রীতির বাংলাদেশে এসে খুব ভাল লাগছে। কতটা পরিবর্তন হয়েছে বাংলাদেশ। গণতন্ত্র আত্মহত্যা করেছে। মানবতা নিষ্ঠুরতায় মুখ লুকিয়েছে। বলার অধিকার উপড়ে ফেলা হয়েছে। তাও প্রীতির ভাল লাগছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.