নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

নারী

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩


নারী, তোমাকে পেয়েছি প্রথমে মা হিসাবে
কত কষ্ট দিয়েছি প্রসব বেদনায়
কত যন্ত্রণা দিয়েছি প্রতিরাতে জাগিয়ে রেখে
কত বিরক্ত করেছি নানা প্রকার আবদার করে

তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছ
তোমার কর্মকাণ্ডে তুমি হয়েছ সম্মানিত
আল্লাহুর কাছে দোয়া করি তোমার সাথে
আমার যেন দেখা হয় জান্নাতের ফুলের
বাগানে

নারী তোমাকে পেয়েছি দ্বিতীয়ত বোন হিসাবে
কত খেলা করেছি দুজন একসাথে
নিজের খেলনার কথা না বলে আমার জন্য
খেলনার আবদার করেছ আব্বার কাছে

কখনো হয়েছ ভাল উপদেষ্টা
কখনো হয়েছ অনুপ্রেরনা
আশা করি তুই যেন পাস ভাল বর
আর রাজত্ব করিস নিজ সংসারে

নারী তোমাকে পেয়েছি তৃতীয়ত প্রেমিকা হিসাবে
আমাকে তুমি ভালবেসেছ প্রচুর কিন্তু যার
প্রতিদান আমি দিতে পারিনি কোনভাবেই
আটমাস আমাকে তুমি তৈরি করতে চেয়েছিলে
কিন্তু ব্যর্থ মানুষ বলেই পারিনি

যার জন্য একটি সুন্দর প্রেমকাহিনী
পরিণত হয়েছে নির্লজ্জ যন্ত্রণাময় দুঃস্বপ্ন

নারী তোমাকে পেয়েছি জীবনসঙ্গিনী হিসাবে
প্রচুর ভালবাস আমায়
রঙ্গিন করছ আমার জীবন
প্রতি নিঃশ্বাস, প্রতি রক্ত
তোমার চিহ্নে পুলকিত উচ্ছাস
কখনো তুমি শিক্ষক, কখনো তুমি ছাত্রী
তোমার আদর,ভালবাসায় সুখময় প্রতি রাত্রি

নারী তোমাকে আমি পাব কন্যা হিসাবে
যত্ন করবো, চোখের মনি হবে
জান্নাতের যাওয়ার অসিলা হবে
আমার ঘর আলোকিত করে রাখবে

নারী তুমি প্রতিটি রুপে হয়ে আছ মহান
প্রতিটি পুরুষের কাছে তোমরা পাবে সম্মান।
৮-৩-১৬

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

বিজন রয় বলেছেন: নারী তুমি প্রতিটি রুপে হয়ে আছ মহান
প্রতিটি পুরুষের কাছে তোমরা পাবে সম্মান।

ভাল লিখেছেন।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.