![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
তনু আমি খুবই লজ্জিত
কারণ আমি বাংলাদেশী
সেই বাংলাদেশী
যারা নাকি ৭১ মুক্তিযুদ্ধ করেছিল
৫২ এ ভাষার জন্য প্রান দিয়েছিল
৯০ ই গন আন্দোলন করেছিল
আজ আমাদের স্বাধীনতা বিপন্ন
আজ আমাদের শিশুরা অন্য ভাষায় কথা বলে
আজ আমাদের গণতন্ত্র বলে কিছু নেই
ঘরে ঘরে পুরুষ নামে হিজরারা থাকে
চরিত্রহীন লম্পটরা আমাদের মা-বোন নিয়ে খেলে
প্রতিদিন মানুষ গুম হয়ে যায়
একটার পর একটা অপকর্ম হয়
এক খবর দিয়ে আরেক খবর ঢাকা পড়ে যায়
তনু আমি খুব লজ্জিত
কবি হিসাবে ব্যর্থ
তোমার লাশ নিয়ে তারা খেলছে
তোমাকে প্রতিদিন ধর্ষণ করছে
তনু তুমি মরনি
মরেছি আমরা
কারণ মৃতরা প্রতিবাদ করতে জানে না।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
চাঁদগাজী বলেছেন:
" সেই বাংলাদেশী
যারা নাকি ৭১ মুক্তিযুদ্ধ করেছিল "
- আস্তে আস্তে, মুক্তিযুদ্ধকে সব যায়গায় নিয়ে আসা ঠিক হবে না।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৭
বিজন রয় বলেছেন: দারুন কবিতা।
++++
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২
তানজির খান বলেছেন:
তনু তুমি মরনি
মরেছি আমরা
কারণ মৃতরা প্রতিবাদ করতে জানে না
একদম ঠিক বলেছেন ভাই। কলম চলুক, প্রতিবাদের ঝড়ে উড়ে যাক সব অন্যায়।