![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আয়াতকে প্রথ্ম আজান শুনালাম
প্রথ্ম কালেমাটা শুনালাম
তুমি অবাক হয়ে তাকিয়ে ছিলে
মাত্রতো এই পৃথিবীতে এসেছি
মাত্রতো ফরিদ আর মিশুকে বাবা মা বানিয়েছি
মাত্রতো রাসেল-শ্যামল-তুষারকে মামা বনিয়েছি
মাত্রতো মুনমুন খান সোমাকে খালামনি বানিয়েছি
সালাম আলী আহসান অতি খালু আমাকে কি জান্নাতে ধ্বনি শুনালো?
আয়াত অবাক হয়ে ভাবে
আয়াত অবাক হয়ে থাকে
আয়াত, তোমার অবাক হওয়ার কিছু নেই
তোমাকে জান্নাতে যাবার পথ আমরা দেখাবার চেষ্টা করবো
আমরা আল্লাহুর কাছে দোয়া করবো
আল্লাহু যেন তোমার জান্নাতের সঙ্গী আমাদের বানিয়ে দেন।
(আমিন)
২৮-৬-১৬
২| ২৮ শে জুন, ২০১৬ রাত ১:২৮
অশ্রুকারিগর বলেছেন: আয়াতের জন্য ভালোবাসা। আল্লাহ আপনার মনোকামনা পূর্ণ করুক।আমীন।
৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ৩:২৩
ব্লগ সার্চম্যান বলেছেন: আল্লাহ আপনার মনোকামনা পূর্ণ করুক আমিন ।আয়াতের জন্য দোআ ও ভালোবাসা থাকল ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ রাত ১:২৭
নবণীতা বলেছেন: আমিন