![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এখানে নির্বাচনের মাধ্যমে গণ প্রতিনিধি দায়িত্ব দেওয়া হয়। তাদেরকে একটি নির্দিষ্ট অংকের বেতন ভাতা সহ অনেকরকম সুবিধা দেওয়া হয়। এসব গণ প্রতিনিধির কাজ হচ্ছে তাদের ওপর যেসকল কাজ দেওয়া হয়েছে তা সঠিকভাবে সম্পন্ন করা এবং প্রতিটা কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা।
আমি যেগুলো বলেছি, তা যদি না হয়, তবে এদেশ গণতান্ত্রিক নয়। এদেশে নির্বাচনের মাধ্যমে গণ প্রতিনিধি দায়িত্ব দেওয়া হয় না, তারা অনিয়মের মাধ্যমে জোর করে নেয়। তাদেরকে একটি নির্দিষ্ট অংকের বেতন ভাতা সহ অনেকরকম সুবিধা দেওয়া হয়, তা ছাড়াও তারা অনিয়মের মাধ্যমে অনেক সম্পদ লাভ করে। এসব গণ প্রতিনিধির কাজ হচ্ছে তাদের ওপর যেসকল কাজ দেওয়া হয়েছে তা সঠিকভাবে সম্পন্ন করা, কিন্তু তারা করে না এবং প্রতিটা কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা যে কথা ছিল, তা তারা কখনি করে না।
তার মানে তারা সেবক নয়, তারা নিজেকে রাজা মনে করে।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৬
বিজন রয় বলেছেন: ঠিক বলেছেন।