![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
এক বছর আগে একটা ঘটনা ঘটেছিল
আমি হেঁটে হেঁটে বন্ধু কাছে যাচ্ছিলাম
একটা ফোন এলো
আমার আর তার কথা কাটাকাটি হলো
সাথে সম্পর্কেরও কাটাকাটি হয়ে গেল
আমি নিশ্চিত হয়ে গেলাম
ও নিশ্চিত হয়ে গেল
কেউ কাউকে বিপদে ফেললো না
আমার জীবনটা বদলে গেল
আমি লাশ হয়ে গেলাম
আমি অভিনেতা হয়ে গেলাম
আমি হৃদয়হীন হয়ে গেলাম
হাসি-কান্না-নিরবতা স্থির হয়ে গেল
পৃথিবী থেমে নেই
সামনে এগিয়ে যাচ্ছে
আমিও আমার আসল ভালবাসা পেয়ে গেছি
যে শুধু আমায় ভালবাসে
আমার কথাই চিন্তা করে
আমাকে নিয়েই স্বপ্ন দেখে
মিসেস সালাম আলী আহসান
ওরফে মুনমুন খান
আমার জানের টুকরা
আমার প্রতি নিঃশ্বাস
আমার প্রতি কনিকা
শুধু তুমি, শুধু তুমি
রাক্ষস আজ মুনমুনের রাজকুমার হয়ে গেছে
রাজকুমারী অন্য কারো রাক্ষসী হয়ে গেছে।
৫-০৯-২০১৬
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
নাজমুল সাগর বলেছেন: ভালো লাগলো
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
ছবিগুলো বিরক্তিকর
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
মার্কো পোলো বলেছেন: বাহ! ইমোশনাল। ভাল লিখেছেন।