![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
ছোট ছোট কবিতাগুলো আমার
মিটি মিটি হাসে
তারা সব কাছে এসে বলে
আমায় অনেক ভালবাসে।
কিছু কবিতা ছিল আমার
ভালবাসায় ভরা
কিছু ছিল ছন্দঃহীন
একেবারে মড়া।
কিছু লাগতো গল্পের মতো
কষ্টের শেষ সীমা
বাস্তব বলে লক্ষ্যহীন
নেই কোন ক্ষমা।
বিদ্রোহী কবিতাগুলো
ছিল ভয়ংকর
কেঁপে উঠত শাসক
সাথে সরকার।
কবিতারা চলে যাও
আমার থেকে
আমার কবিত্ব আজ
গেছে বেঁকে।
১৯-০১-২০১৭
২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতারা চলে গেলে বুঝি কবির কবিত্ব ও চলে যায়?
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২
ফিদাতো আলী সরকার বলেছেন: কবিতারা কেন যায় না, বারবার ফিরে আসে।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০
ধ্রুবক আলো বলেছেন: কবিতারা বেঁচে থাকে
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০
জীবন সাগর বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম।