![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
রাক্ষস ছিলাম, রাজকুমার হতে চাইলাম। হতে পারলাম না। রাজকুমারী চলে গেল জীবন থেকে। সাধারন এক মেয়ে খুঁজলাম। পেয়ে গেলাম অসাধারণ মেয়ে। জীবন সঙ্গিনী হয়ে গেল। সে আমাকে রাজকুমার হতে দিতে চায় না। রাক্ষস করে রাখতে চায়। রাক্ষসই রয়ে গেলাম। আমার প্রান ভমুরা আজ তার হাতে। মাঝে মাঝে এটাকে খেলে। ফেলে দিতে চায়, খুব জোরে চাপ দিয়ে ধরে। খুব কষ্ট লাগে, খুব ভয় হয়। এক মুহূর্ত আমায় ছাড়তে চায় না, প্রতি নিঃশ্বাসে, প্রতিক্ষণ শুধু সেই সেই। তাকে ছাড়া আমি সবকিছু অন্ধকার দেখি। মাঝে মাঝে তাকে কষ্ট দিতে চাই, কিন্তু তার কষ্টের চেয়ে আমি বেশি কষ্ট পাই। আমার আব্বা আমাকে বলতো, আমি রাবণের বংশ। রাবণের মতো আমার দশ মাথার বুদ্ধি আছে। অথচ আমি ওর জন্য বোকা সকা আবুলের মতো হয়ে গেছি।
কি জানি গল্প করতে চেয়েছিলাম? দেখ, একদম ভুলে গেছি। কারণ ও।
২| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
কানিজ রিনা বলেছেন: রাবনেরবংশবলেছেনভাল।
৩| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনাকে এখনও রাবনের মতই মনে হচ্ছে; ক্যামেরাটা ভালো ব্রান্ডের, তাই আবুলের মতো দেখাচ্ছে!
৪| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:২৩
নাসরীন খান বলেছেন: হা হাহা...........।
৫| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:৫৯
মিঃ আতিক বলেছেন: আপনাকে এক মুহূর্ত ছাড়তে চায় না,আপনার যদি আবার রাজকুমার হওয়ার খায়েস জাগে..... বিপদ
৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৩:০৪
ওমেরা বলেছেন: ওরে বাবা প্রেম একেবারে উপচাইয়া পড়ছে !!! ভাল খুব ভাল ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ