![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আজ তোমাদের কাছে একজন অসাধারণ মানুষের গল্প করবো। তার সাথে আমার ২০০৯ সাল থেকে সম্পর্ক। তার সাথে আমার বয়সের পার্থক্য অনেক। কিন্তু ও যেভাবে দায়িত্ব নিতে পারে, যেভাবে সমস্যার সমাধান করতে পারে, আমার বয়স বেশি হলেও আমি তার কিছুই করতে পারি না।
সে যেভাবে তার বাবার অসুস্থর সময় যুদ্ধ করেছে একলা, নিজের বিয়ের খরচ করেছে একলা। আমরা যেভাবে বাবা-মায়ের আদরের, সে অবশ্যই বাবা-মায়ের আদরের এবং সে তা নিজ যোগ্যতায় অর্জন করেছে। আমার মতো তার অনেক বন্ধু আছে।
আমার সব সুসময় আবার অসময় আমি প্রথমেই ওর কথা মনে করেছি। আমার বিয়েতে আমার সব নাক উচু বন্ধুরা যখন আসতে না করেছে, তখন আমার এই বন্ধু যাকে আজ থেকে আমার সহোদর বলতে দ্বিধা করবো না সে আমার পাশে ছিল। আমার একটা প্রিয় ইংরেজি সিনেমা হচ্ছে, I LOVE YOU,Man. সিনেমার Sydney Fife হচ্ছে Jakir Hossain Tony. Happy Tony Day.শুভ টনি দিবস
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০০
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: ভালো থাকুক ভালো মানুষগুলো