![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
"আজ বাংলাদেশের অন্যতম প্রখ্যাত প্রচ্ছদশিল্পী আবদুর রোউফ সরকার মৃত্যুবার্ষিকী। তাকে উৎসর্গ করে, আমার একটি কবিতা।"
ছয়টি বছর ধরে তুমি নেই
তোমার সৃতি সব মুছে যাচ্ছে
তোমার নীল ভেস্পা
যা তোমার পঙ্খীরাজ ছিল
আম্মুকে নিয়ে সারা ঢাকা ঘুরে বেড়াতে
তা আজ ভেঙ্গে চুরে অন্য কিছু হয়ে গেছে
তোমার আলো বুড়ি আজ সত্যি বুড়ি হয়ে গেছে
ঠিক মতো হাঁটতে পারে না
আগের মতো হাসতে পারে না
চোখে খালি অন্ধকার দেখে
তোমার মাদুলি আজ শুন্যের সাথে
সম্পর্ক করে এক অজানা পথে চলছে
তোমার ঠসা ডাক্তার সালমা বিবি পেয়েছে
অতি মুনমুনময় হয়ে গেছে
তোমার সুখের দিনের মাছিরা
আজ নিজেরা সুখে আছে
তোমার কথা ওরা মনে করতে চায় না
আমি শুধু তোমার জন্য প্রতি বছর একটা লেখা লেখি
আমি আজ ক্লান্ত
আমি আজ ক্লান্ত
তোমার চিহ্ন বোধহয় আর রইবে না।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৫
মানবী বলেছেন: বই আমাদের সর্বক্ষণের সঙ্গী, বইয়ের লেখকেরা খুব সহজেই আপন হয়ে উঠে। সেই বইটির প্রতিচ্ছবি ভিতরের কন্টেন্টের সাথে সাথে প্রচ্ছদের ছবিও মনে আঁকা হয়ে যায়- অথচ সেই প্রচ্ছদ শিল্পীরা অধিকাংশই থেকে যান মন ও চোখের আড়ালে।
কাইঊম চৌধুরী আর হাশেম খান ছাড়া আর খুব বেশী প্রচ্ছদ শিল্পী নিজের কাজের যথার্থ স্বিকৃতী পেয়েছেন কিনা জানা নেই! এটা নিঃসন্দেহে দুঃখজনক!
প্রখ্যাত প্রচ্ছদশিল্পী আবদুর রোউফ সরকারের আত্মার শান্তি কামনা করছি।
আপনার জন্য আন্তরিক সহমর্মিতা। আপনার বাবার চিহ্ন অমর হয়ে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মে হেঁটে বেড়াবে আপনার কর্ম, চিন্তা চেতনা আর ভাবনার মাধ্যমে!
মন ছুঁয়ে যাওয়া কবিতার জন্য ধন্যবাদ ফিদাতো আলী সরকার।