![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
ভালবাসা নিয়ে তোরা
করিস খেলা
কপোত-কপতিরা
বসাস মেলা।
হৃদয়টা আজ
দামহীন
টাকা ছাড়া
সবকিছু প্রাণহীন।
সুন্দর প্রেমের গল্প
শুরুরই আগে
শেষ হয়
সবকিছু যেন
অর্থহীন
অভিনয়।
মিথ্যা সব
আবেগ
সত্য সব
ভোগ।
শেষ কথা
বলে শেষ হয় না
সামান্য ফুলের চেয়ে
প্রিয় তোদের
হীরের গয়না।
১১-০৬-১৭
২| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৭ সকাল ১১:০৮
বিজন রয় বলেছেন: ভালভাসার কদর্য রূপটি ফুটিয়ে তুলেছেন কবিতায়।
যারা ফুলের দাম দিতে জানেন না তাদের কাছে ভালবাসার আবার দাম কি?
+++