![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
কম্পিউটার বিষয়ে মাস্টার্স পড়া। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার। দেখতেও সুন্দর। পড়াশুনার জন্য বিয়েটা একটু দেরি হয়ে যাচ্ছে। কে যেন তাকে মাথা দিল, তাবিজ করলে বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। চাকুরি থেকে আয় করা প্রায় ৬০% টাকায় এসব কুফুরির পিছনে লাগালো। এক সময় তার চাকুরি চলে গেল। মাস্টার্স শেষ করতে পারলো না। যখনি কারো কাছ থেকে কোন টাকা পায়, আবার তাবিজ তুমার। মায়ের সাথে খারাপ ব্যবহার। ভাই বিয়ে করেছে, নতুন ভাবির সাথে খারাপ ব্যবহার। নতুন ভাবীকে বিষিয়ে তুলল। নোংরা অপবাদ দিল, ভাই-ভাবীর নামে। শেষে ঘর ছাড়া। ইসলামে তাবিজ নিষিদ্ধ। সরকারের উচিত, এসব তাবিজ আলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই তাবিজ তুমার করতে করতে অনেক সংসার ভেঙ্গে যায়। এটা একটা নেশার মতো। অশিক্ষিত হোক আর শিক্ষিত হোক সবাই প্রায় এই নেশায় মত্ত। কারণ, তাদের মাঝে সঠিক আকিদা নেই। এইটুকু বিশ্বাসও নেই, আল্লাহু সব দেন আবার আল্লাহুই নেন। আল্লাহু সবাইকে সঠিক পথে চলার শক্তি যেন দেন।(আমিন)
২| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫০
উম্মে সায়মা বলেছেন: নিরেট বোকামী। এত শিক্ষিত হয়েও কি করে এসব করে!
৩| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৪
চিটাগং এক্সপ্রেস বলেছেন: মানুষের জীবনে কিছু অস্থির সময় আসে যখন অনিশ্চয়তায় ভোগে। তখন সে নিজেও জানে না সে কি করে বসে। পরিবার ও কাছের মানুষেরা তখন যদি তাকে সাপোর্ট দেয় তাহলে সে অস্থিরতা কাটিয়ে উঠতে পারে।
৪| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪১
প্রোলার্ড বলেছেন: ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৭
মোস্তফা সোহেল বলেছেন: যারা শিক্ষিত তারা তাবিজ ব্যবহার করেনা। মূর্খেরাই তাবিজ ব্যবহার করে।
আল্লাহ আমাদের সকলকে এই গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।