![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আমার আব্বু মরহুম প্রচ্ছদশিল্পী আবদূর রোউফ সরকার জাতীয় গ্রন্থকেন্দ্রে চাকুরী করতেন। সেখান থেকে আমার আব্বুকে বিভিন্ন দেশে পাঠানো হতো। কখনো কোন প্রশিক্ষণে বা কোন আন্তর্জাতিক বই মেলায় বাংলাদেশের প্রতিনিধি হিসাবে। আব্বু সেখান থেকে অবসর গ্রহণ করে, তখন সেখানে আব্বুর সমতুল্য কর্মী নিয়োগ দিতে পারে নাই।
যাক, আব্বু বিভিন্ন দেশে যেত, আর আমার এবং আমার বোনের জন্য বিভিন্ন খেলনা নিয়ে আসতো। অনেক সমবয়সীরা আমাদের বাসায় আসতো শুধু আমাদের খেলনা দেখতে। ১৯৮৭ সালে আমি যখন বিলাতে গিয়েছিলাম, তখন আমিও অনেক খেলনা নিয়ে এসেছিলাম। ছোটবেলায় আমি আমার খেলনাগুলো ভিতরটা খুলে দেখতাম ভিতরে কি আছে? আজও মানুষের মনের ভিতরে কি আছে তা দেখার চেষ্টা করি? প্রায় হতাশ হই। এতো সুন্দর মানুষগুলোর ভিতর এমন কুৎসিত হৃদয় কিভাবে হতে পারে? আজ খেলনাগুলি বের করলাম। আব্বু বেঁচে নাই, এসব দেখলে তার কিছু স্পর্শ পাই। কি মধুর করে আমাকে ঠসা ডাক্তার বলে ডাকতো? সব খেলনা আমার নয়, আমার বোনেরও আছে। আমরা ভাই বোন ছোটবেলায় এক সাথে খেলা করতাম। খেলার মধ্যে নাটকও করতাম। আমি হতাম পুতুল বিয়ের ছেলেপক্ষ আর ও হতো মেয়েপক্ষ। আমি এটা দিবো, ও বলতো ওটা দিবে। শেষে আমি বললাম, সব তো শেষে ছেলেপক্ষই পাবে।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৪
বিজন রয় বলেছেন: কেমন অাছেন?
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
প্রামানিক বলেছেন: রউফ ভাইকে আমি চিনি। চমৎকার লোক ছিলেন।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
অপ্সরা বলেছেন: ভাইয়া খেলনাগুলো তো দেখছি তোমরা দুভাইবোনে টুকরো করে ছাড়তে!
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৪
মাআইপা বলেছেন: খুব ভাল লাগলো
তারমধ্যে ভাললাগা কিছু অংশ: “ছোটবেলায় আমি আমার খেলনাগুলো ভিতরটা খুলে দেখতাম ভিতরে কি আছে? আজও মানুষের মনের ভিতরে কি আছে তা দেখার চেষ্টা করি? প্রায় হতাশ হই। এতো সুন্দর মানুষগুলোর ভিতর এমন কুৎসিত হৃদয় কিভাবে হতে পারে?”
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: .................................................................................
ছেলেপক্ষ আর মেয়েপক্ষ, আরেকটা হলো নিরপক্ষ!!!
বলুন তো নিরপক্ষ থেকে কবে আমরা দেশটা সুন্দর করব?
সুন্দর মানুষগুলোর দেখা পেতে সাধনা করতে হয়। কালে ভদ্রে ২/১ জন দেখা মেলে।
আপনার হৃদয় থেকে অতীত ভাললাগার জন্য অশেষ ধন্যবাদ।
...........................................................................
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
আবু তালেব শেখ বলেছেন: ছেলে পক্ষ বরাবর একটু শক্তিশালী বেশি মনে হয়। আপনার সেই খেলনা গুলো এখন আছে?