![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
১৯৯০ সালে আমার প্রথম বিশ্বকাপ দেখা। পেলের কথা বইতে পড়েছি, ম্যারাডনা খেলা সেইবারই প্রথম দেখেছি। আমার আম্মু ওনাকে তার বড় ছেলে বলে। সারা জীবন তার বড় ছেলেটা দুষ্টুমি করে বেড়াচ্ছে। ফাইনালের ওর কান্না আজও মনে পরে, কারণ সেদিন ওর কান্না সাথে সারা বিশ্বের মতো আমাদের পরিবারও কেঁদেছিল। ভালবাসার মানুষ সবসময় জয়ী হবে এমন নয়। সে হেরে গেলে তাকে ছেড়ে দেওয়া এটা কোন মানুষের লক্ষণ নয়। বিশ্বকাপের পরে একটা নির্বাচন হয়েছিল, একটা দল ক্ষমতায় এসেছিল, আজ সেই দল অনেক সমস্যায় আছে। তবে আজও আমি আমার ভালবাসা কমাই তাদের জন্য। কারণ, সেই দলে প্রতিষ্ঠাতা দেশকে কিভাবে ভালবেসে এগিয়ে নিতে হয় তা শিখিয়েছিল বাংলাদেশিদেরকে। মিথ্যা প্রচারণায় তাকে আমরা আজও হারাইনেই হ্রদয় থেকে।
দেশ আজ ভাল নেই। আমরা আজ ভাল নেই। আলো আসবে। অন্ধকারকে শেষ করে দিবে। এই আশায় প্রতিদিন জাগি এবং জাগতেই থাকবো।
২| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: আজ আর্জেন্টিনা তিন গোলে জিতবে।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৮
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: