![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আকাশ কুসুম চিন্তায়
মত্ত ছিলাম কভু,
বাস্তবতার কঠিন আঘাতে
নিচিহ্ন হইনি তবু।
প্রেমের জগতের ব্যর্থতায়
কুল ভেঙ্গেছে কবে,
ঘনঘটার আর্তনাদে
অন্ধকার চারিদিকে রবে।
হঠাৎ একদিন তুমি
এলে মোর প্রতিক্ষণে,
সুখের দেবী হয়ে
স্বর্গের মহ এলো জীবনে।
কখনো ডাকি পরী বউ
কখনো আকাশের চাঁদ,
শুধু তোমার দিকে তাকিয়ে
কাটিয়ে দিচ্ছি কত রাত!
১৩-১০-২০১৮
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: বেশ।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: জমজমাট প্রেমের কোবতে
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন।