![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
বিদ্রোহীর ভাষায় বলতে চাই,
ব্যালেট যখন ছিনতাই হয়,
বুলেট তখন গর্জে উঠবেই......
সকল বর্বর শাসক নিজেকে
মহান মনে করে
সময় শেষ হলে
ফেরআনের মতো
ডুবে মরে
ভ্যাট নিয়ে ভাত মারস
জন আমানত নষ্ট করস
৭১ একবার নয়
বারবার আসবে
তোদের চেতনার উপর
বর্য ফেলবে।
রচনাকালঃ ১৯-০১-২০১৯
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১৮
私 বলেছেন: অসাধারন।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতা ভালো লাগলো, সুন্দর লিখেছেন, মুগ্ধ কথামালায়। তবে...
দেশকে যে মায়ের মতো পবিত্র মনে করে,
দেশের শত্রু'কে কোন স্বার্থে করবেনা মিত্র;
সর্বদাই করবে দেশের জন্য জীবন উৎসর্গ,
নিষ্ফল বিদ্রোহ সদা স্বার্থহীন দেশের তরে।