![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই মনে করেন- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এমএজি ওসমানী। কিন্তু এটা একেবারেই ভুল। জেনারেল ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি।
আর সর্বাধিনায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
একটি দেশের তিন বাহিনীর তিনজন প্রধান থাকেন এবং তিন বাহিনী মিলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হন ঐ দেশের রাষ্ট্রপতি।
আমরা জানি, আমাদের মহান মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকারের অধীনে পরিচালিত হয়। তৎকালীন অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল এমএজি ওসমানীকে মুজিবনগর সরকার কর্তৃক মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি নিয়োগ করা হয়। আর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই এ নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয় যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন তাজ উদ্দিন আহমদ। তার ব্যাখ্যায়- "commander in chief এর বাংলা তরজমা সর্বাধিনায়ক নয়; প্রধান সেনাপতি। আমাদের সরকার সামরিক সরকার নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তিন বাহিনীর তিনজন প্রধান থাকেন। রাষ্ট্রপতি তিন বাহিনীর সমন্বয়ক হিসেবে তিনিই হন সর্বাধিনায়ক।
সূত্র: একাত্তরের রণাঙ্গন অকথিত কিছু কথা (১৯৯১)।
মুক্তিযুদ্ধের এস ফোর্সের প্রধান ও সেক্টর কমান্ডার কেএম সফিউল্লাহ বলেন- অনেকেই এই ভুলটা করেছেন। এর কিছুটা ইচ্ছাকৃত, কেউ ভুল করে করেন। একটি দেশ ও যুদ্ধের সর্বাধিনায়ক সব সময় রাষ্ট্রপতি। এমএজি ওসমানী ছিলেন মুক্তিফৌজের প্রধান সেনাপতি।
যেহেতু রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই তিনিই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক (Supreme Commander)।
কেউ কেউ আবার এটাও বলে থাকেন যে, এমএজি ওসমানী ছিলেন সর্বাধিনায়ক আর লেফট্যানেন্ট কর্নেল এমএ রব ছিলেন প্রধান সেনাপতি। তাদের অবগতির জন্য বলি, লেফট্যানেন্ট কর্নেল এমএ রবকে প্রধান সেনাপতি নয়; সেনাবাহিনীর প্রধান নিয়োগ করা হয়েছিলো।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর একটি কুচক্রিমহল ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার অপচেষ্টা করে। যার ধারাবাহিকতায় কখনো জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, কখনো জেনারেল ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উল্লেখ করে ভুল তথ্য উপস্থস্পন করেছে। এমনকি প্রাথমিক পাঠ্যপুস্তকেও ভুল তথ্য পরিবেশন করেছিলো। যার দরুন অনেকেই ছোটবেলায় ভুল পড়ার কারণে জেনারেল ওসমানীকে সর্বাধিনায়ক মনে করে।
ধীরে ধীরে অন্ধকার কেটে যাচ্ছে, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে সত্যকে খুঁজে নিচ্ছে....
২| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১
শিখণ্ডী বলেছেন: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানী এটি পড়েই আমরা বড় হয়েছি। আসলে আমাদের ওটাই গেলানো হয়েছিল। বড় হবার পর যুক্তি দিয়ে, তথ্য দিয়ে বিচার বিশ্লেষণ করে সেই ভুল ধারণা ভেঙে গিয়েছে।
৩| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যুদ্ধের সর্বাধিনায়ক হবে রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু। কারণ তার সরকারের অধীনে যুদ্ধ হয়েছে এবং মুজিবনগর সরকারই সেবাপ্রধান হিসেবে ওসমানী ভাইকে নিয়োগ দিয়েছে। এটা ওপেন অ্যান্ড শাট্ কেস।
রাষ্ট্রপতি সশস্ত্রবাহিনীর প্রধান(যেভেবে প্রতিটি বিশ্ব বিদ্যালয়ের প্রধান/চ্যান্সেলর)। তাই কোন বইয়ে কি আছো বা কি ছিল দ্যাটস ডাজন্ট ম্যাটার। যুক্তিমতে তিনিই(শেখ মুজিব) মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক।
৪| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
রাকু হাসান বলেছেন:
ভালো পোস্ট ।
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যুদ্ধের সর্বাধিনায়ক হবে রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু। কারণ তার সরকারের অধীনে যুদ্ধ হয়েছে এবং মুজিবনগর সরকারই সেবাপ্রধান হিসেবে ওসমানী ভাইকে নিয়োগ দিয়েছে। এটা ওপেন অ্যান্ড শাট্ কেস।
রাষ্ট্রপতি সশস্ত্রবাহিনীর প্রধান(যেভেবে প্রতিটি বিশ্ব বিদ্যালয়ের প্রধান/চ্যান্সেলর)। তাই কোন বইয়ে কি আছো বা কি ছিল দ্যাটস ডাজন্ট ম্যাটার। যুক্তিমতে তিনিই(শেখ মুজিব) মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক।
পাঠকের প্রতিক্রিয়া ভাইয়ের সাথে একমত ।
সত্য বস্তুনিষ্ট ইতিহাস জানতে আমাদের অনেক পড়তে হবে ।
৫| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ। নতুন ইতিহাস পেলাম। ভালো। আরো কত দেখিবো বাংলাদেশে। আতাউল গনি সেনাপতি। দেশটা কি মুঘল সম্রাজ্য নাকি?
নাকি রাজার সেনাপতি সে।।।
৬| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
আবু তালেব শেখ বলেছেন: এরকম পোস্ট সকালে দেখলাম,,, আবার দেখছি। দেশে হইছে টা কি???
৭| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
Monthu বলেছেন: দেখুন ইতিহাস বার বার যুক্তি দিয়া বদলানোর চেষ্টা কইরেন না। এটা কোন যুক্তির সাবজেক্ট না।কয়দিন আগে দেখলাম উলামা লীগ
বলে নামের আগে শহীদ লাগাতে হবে নামের পরে রহমতুল্লাহ আলাইহি লাগাতে হবে। আরো কত কি। দেখুন তিনি স্বাধীনতার ঘোসক, জাতির পিতা। কারন তিনি আমাদের স্বপ্ন দেখাতে শিখিয়েছে। তাই বলে তিনি যুদ্ধে র সময় অধিনায়ক ছিল না। অধিনায়ক মানে যে খেলে। কোচ না। বুঝছেন। তিনি ঘোসক কিন্তু যুদ্ধের সময় অধিনায়ক তিনি ছিলেন না। আর তখন ভারপাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। ছিলেন না? তাই ইতিহাস যদি ভুল হত এতোদিন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কিছু বলেন নি কেন? যে সর্বাধিনায়ক এম জি ওসমানী নয়। কেন?
৮| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!!!
৯| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
পলাশবাবা বলেছেন: মোঃ মাজহারুল ইসলাম মিরাজ ... মিয়া আপনেও পারেন। শেখ সাহেব আর ওসমানি সাহেবের ছবি না দিয়ে ১৯৭১ সালের অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণা পত্রের ছবি টাঙ্গালে ল্যাঠা চুকে যেত। সবাই পড়ে নিতে পারত। সমস্যা হল কেউ কষ্ট করে পড়বেন না।
শেখ সাহেব আর ওসমানি সাহেব যেই সর্বাধিনায়ক হোক না কেন ঈডা বর্তমান কে কোন ভাবে প্রভাবিত করে না। দুই জনেই সম্মানিত ব্যক্তি। আমাদের কাজ সম্মান করা। আসেন আমরা সবাই সম্মান করতে শিখি।
মোঃ মাজহারুল ইসলাম মিরাজ ... মিয়া আপনেও পারেন। শেখ সাহেব আর ওসমানি সাহেবের ছবি না দিয়ে ১৯৭১ সালের অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণা পত্রের ছবি টাঙ্গালে ল্যাঠা চুকে যেত। সবাই পড়ে নিতে পারত। সমস্যা হল কেউ কষ্ট করে পড়বেন না।
শেখ সাহেব আর ওসমানি সাহেব যেই সর্বাধিনায়ক হোক না কেন ঈডা বর্তমান কে কোন ভাবে প্রভাবিত করে না। দুই জনেই সম্মানিত ব্যক্তি। আমাদের কাজ সম্মান করা। আসেন আমরা সবাই সম্মান করতে শিখি।
১০| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
চোরাবালি- বলেছেন: যে য্যামনে পড়াই তেমনি পড়ে চলেছি সেই ৫বছর বয়স থেকে। ভবিষ্যতেও পড়ব
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কী অবস্থা! আপনি কী নতুন কোন পাঠ্যবই পড়ে এতো বড় লেখক হয়েছেন?
দেখুন, বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি করবো, কিন্তু আপনারা ইতিহাস নিজের মত উলট পালট করতে গিয়ে বঙ্গবন্ধুর সম্মানে আঘাত করবেন সেটা তো মানা যায় না!
প্রশংসাকাকারীদের টাই দিতে গিয়ে বঙ্গবন্ধু শহিদ হয়েছেন, এই প্রশংসাকারীরাই কিন্তু বঙ্গবন্ধুর শাহাদাতের পর সামরিক বাহিনীর অবৈধ শাসনের পক্ষে কাজ করেছে।
আমাদের সমাজে কিছু মানুষ আছে প্রশংসা নামের মুলা বিক্রি করতে খুব ভালবাসে! এরা কিন্তু স্পষ্ট ব্যবসায়ী, যেখানে সুবিধা পালায়!
আপনাকে বেশি বলতেও আমার ভাল লাগছে না!
দয়াকরে সামুতে অপব্যাখ্যা নিয়ে আসবেন না!