নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ভাষা মানে ভালবাসা।আমি বাঙ্গালী।গর্বিত একজন মানুষ।

অতল মানব

আত্মপরিচয়হীন লেখক

অতল মানব › বিস্তারিত পোস্টঃ

এদেশের মানুষের জীবন ও রাজনৈতিক অবস্থা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৯

বর্তমানে আমাদের দেশের সকল দলই একতান্ত্রিক মনে করেন নিজেদেরকে।হয়তো তাদের কাছে এদেশ যে গনতান্ত্রিক দেশ তার কোন চিন্তাই নেই।স্বাধীনভাবে মত প্রকাশের কোন উপায় নেই এদেশে।ব্লগাররা যারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে যায় তাদের স্থান হয় মৃত্যুরদিকে।এখনও অনেক ব্লগারদের খুঁজে পাওয়া যাবে যারা মৃত্যুভয়ে কিছু লিখছেন না হয়তো যারা মৃত্যুভয়ে জীবনযাপন করছেন।
ভাই দেশটা আমাদের।কোন নির্দিষ্ট সরকারের না।তাও মানুষ এসব পরিকল্পিত হত্যার কোন প্রতিবাদ করে না।
বর্তমান এর টাই দেখা যাক।ফারাক্কা বাধের ১০৯ টি গেট খোলার পর এদেশের উত্তরবঙ্গ প্লাবিত হয়ে যায়।কই কেউ তো সেখানের কোন খোজ নিচ্ছে না।কেউ বের ও করছে না তারা কেমন আছেন?
যশোর জেলার এক ভাইয়ের থেকে জানা যায় তাদের গ্রামের বাড়িতে খাইতে বসলে ভাতের থালায় ব্যাঙ লাফিয়ে পড়ে।সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে ।এদিকে কারও খেয়ালনাই।এখন খেয়াল রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে।এদেশের যাতায়াত ব্যাবস্থা যে অনুন্নত সেদিকে কারও খেয়াল নেই।দেশের অন্যদিকে খেয়াল সবার।সরকারের ভাষ্য ছিল ফারাক্কা বাধ খুললে দেশের কোন ক্ষতি হবে না,কিন্তু হয়ে গেল।সাথে তো মন্ত্রিদের আরও উদ্ভট উদ্ভট কথা তো আছেই।
এবার দেখা যাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হওার পর সুন্দরবন ধ্বংসের দিকে,কেউ থাকবে না তখন কথা বলার।
যাই করেন দেশের কথা ভেবে করেন।এদেশের মানুষরাও তো দেশের কিসে ক্ষতি কিসে ভালো তা নিয়েও এখন চিন্তা করে না।
ভাই দেশটা আমাদের।আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা রক্ষা করা,সুন্দর রাখা।
আসুন দেশকে নিয়ে ভাবি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.