![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাঙ্গালী।অদ্ভুত একটি জাতি।হ্যা সবার প্রশ্ন কেন?আমার ও প্রশ্ন আপনাদের কাছে কেনো নয়?
ইতিহাস ঘটলে দেখা যায় আমরা একটি সমস্যা নিয়ে বেশিদিন থাকি না।সমস্যা সমাধান না হইতেই আমরা তা ত্যাগ করি। আমরা স্বাধীনতা অর্জনের পর থেকে ক্রমশ বদলে যাচ্ছি।কি একটা কথা আছেনা?
"স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।"
এই কথা টা আমাদের ক্ষেত্রে ক্রমশ সত্য হচ্ছে।আমরা এখন নিজেদের সমস্যা নিয়ে কাউকে কিছু বলি না।পরাধীন হয়ে যাচ্ছি নিজেদের কাছেই নিজেদের দোষেই আমরা।উদাহরণ? দিচ্ছি উদাহরণ।
দেখুন আমাদের দেশে কতো সমস্যা?কেউ কখনও তা নিয়ে কারও কাছে আবেদন করতেছি?
আচ্ছা কথাটা অনেক কঠিন মনে হচ্ছে?
তনুর কথা মনে আছে আপনাদের?ঐ যে ঐ মেয়েটা যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিলো ক্যান্টনমেন্টে।কি মনে পড়ছে আপনাদের?
হ্যা আমি ঐ তনুর কথাই বলছি।ওর দোষীর কি বিচার হলো জানেন?কেউ তো আর খোজ ও নেন নি আসলেই দোষীর বিচার হয়েছে কিনা।ঐ দুই একদিনই।এরপর তো আপনাদের চিল্লাফাল্লাও অফ।কেন ভাই? বিচার দাবি কই গেল?উন্নত বিশ্বে তা হয় না ভাই।সবাই বিচার পাওয়ার পরই থামে।এজন্যই বলছি আমরা অনেক অদ্ভুত জাতি।ক্রমশ পরাধীন হচ্ছি।ভাই এমন আচরণ বদলান।
নিজে বদলান।অন্যকে বদলাতে সাহায্য করুন।দেশকে নিজের করুন।আপন করুন।বদলে ফেলুন।
১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৬
অতল মানব বলেছেন: ভাই এটাই আমাদের সমস্যা।উন্নত বিশ্বে আন্দোলন চলে রাস্তায়।আর আমাদের চলে ফেসবুকে।আমিও আপনার মতো পাগল সাব্যস্ত হওয়ার পর আজকে এই নিয়ে কথা তুললাম।আমাদের নিজেদের ই বদলাতে হবে।কেউ আমাদের বদলাতে পারবে না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ ভোর ৫:১২
রক্তিম দিগন্ত বলেছেন:
ঐসময় আমি অনলাইনে আন্দোলনকারী কয়েকজনকে বলেছিলাম, এভাবে অনলাইনে আন্দোলন করে আদৌ কোন লাভ আছে? এত লাফালাফি ভার্চুয়ালি না করে মাঠে নেমে করতে। দরকার পড়লে যুদ্ধেই নেমে পড়তে। তাহলেই এই প্রতিবাদ-আন্দোলনের কোন গুরুত্ব থাকবে। নাহলে তো সব ব্যাপারের মত এটাও এক সময় আড়ালেই পড়ে যাবে।
বাই দ্যা ওয়ে, তখন আমাকে পাগল, অদায়িত্বশীল মানুষ হিসেবে ঠাওরানো হয়েছিল।