![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাশি আর ভাগ্যগণনার উপ্রে আমার কিছুটা বিশ্বাস জমতে জমতে, এর প্রতি আস্থা হয়ে গেছে কখন টের পাইনি।
সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আমি ধনু রাশির জাতক। শাষক গ্রহ বৃহস্পতি।
রাশি ব্যাপরটা অলৌকিকভাবে আমার সাথে মিশে যায়, যে কারনে মাঝে মাঝে প্রবলভাবে বিশ্বাস জন্মাই। তবে অশুভ কিছু থাকলে বিশ্বাস করতে ইচ্ছে করে না। তবু বিশ্বাস করি। বিশেষ আগ্রহ নিয়ে বসুন্ধরায় গিয়েছিলাম লিটনের কাছে- হ-য-ব-র-ল কি বললো, শুনে রাশির উপ্রে আমার বিশ্বাস ডাউন হতে লাগছিলো।
তখন ভাবলাম, ভন্ডপীর দেখেতো আর ধর্মের প্রতি অবিশ্বাস করা যাবে না।
ভাইকে বোজাচ্ছিলাম, "আসলে রাশি ব্যাপারটা সত্য, এখন হয়তো তেমন অভিজ্ঞ গণক নেই, যে কারনে ভন্ডদের জন্যে এর প্রতি আমাদের অবিশ্বাস জন্মেছে। আসলে আমরা যদি আমাদের প্রচলিত ধর্মের বিভিন্ন আজগুবি কাহিনীতে বিশ্বাস রাখতে পারি, আমরা যদি বিশ্বাস করতে পারি জীব্রাঈল হাওয়া থেকে এসে ওহী দিয়ে হাওয়াতে মেলাতে পারে - তবে রাশি বিশ্বাস মূর্খতা হবে ক্যান??'
আমার আল্লামা ভাই কহিলেন, আমি নাকি জ্ঞানের সীমাবদ্ধতার কারনে এসব বলছি, তারপর আধুনিক বিজ্ঞানের সাথে জীব্রাঈলের ওহী নিয়ে আসার সামঞ্জস্য দেখালেন, ব্লুটুথের মাধ্যমে। ঈশ্বর ব্লুটুথের মাধ্যমে ওহী পাঠাতো তাহলে।।।।
আমি সীমাবদ্ধ জ্ঞান নিয়েই বলি, গ্রীক পুরাণের কাহিনীকে কেন্দ্র করে যদি বিশ্বাস গড়ে ওঠতে পারে, যদি গ্রীক মিথ থেকে কিছু দেবতার কাহিনী কপি পেষ্ট করে সনাতনদের রূপকল্পের বিশ্বাসী হতে পারে কেউ,যদি আদম বেহেশত থেকে ঠপাস করে দুনিয়াতে পরে জিন্দা থাকতে পারে.. তবে এখানে রাশি বিশ্বাসে মূর্খতাটা কই???
©somewhere in net ltd.