![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভূতিগুলোর শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে,
গতরাতে দেখেছি ওরা কাতরাচ্ছিলো।
সমাজের খাদ্য হয়ে গেছে এসব সেন্টিমেন্ট-
আমাকেও বদলাতে হবে-
নিয়মের মতো করে আমিও গলাটিপে ধরবো ভালোবাসার।
অপদেবতার নাকের ছিদ্র থেকে বের হয় নিষিদ্ধ বাতাস-
পুড়ে ছাই প্রেমের দুর্গ!
পৃথিবীর ছাদের উপর ঈশ্বরের সিংহাসন-
বোবা খোদা কথা রাখেনা ।
ছাদের উপর চাঁদের আলো,
আলোতে বিশ্বাস, ঈশ্বরে হতাশা।
ছেড়ে দেয়া নাকি ফিরে যাওয়া-
তবু সামাজিক অভিশাপগুলোকে অভিশাপ দিবোনা,
আমি অপারক তুমি অপরাজিতা।
©somewhere in net ltd.