নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহারাজের দরবার শরীফ

অতঃপর তন্ময়

ভয়ংকর অবিশ্বাসী, কাউকেই বিশ্বাস করতে পারিনা।

অতঃপর তন্ময় › বিস্তারিত পোস্টঃ

এসেছিলে- চলে গেছো

১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৫

তোমার প্রতি আমার ব্যাক্তিগত আবদারগুলো কোনসময় একটানা ২ মিনিট চুমু খাওয়ার মতো ছিলো না- কখনো দাবি করিনি , আমাকে চুমু খাও,জড়িয়ে ধরো- কিংবা নষ্ট কোন নোংরামি।
চুমু যদিও আমার কাছে অনেক আকাংখিত চাওয়া- কিন্তু কেউ যদি একে যৌনতার সারিতে ফেলে , তখন আমি এর ঘোর বিরোধী।
যৌনতা আর ভালোবাসা কখনো এক হতে পারে না, আমার অনেক বন্ধু আছে যারা কেবল যৌনতার জন্যে পাগলা কুত্তার মতো নারীর লেজ ধরে আছে- হয়তো তোমরা নারী ভেতরের চোখ দিয়ে ওসব পুরুষদের মনের ডাষ্টবিনটা দেখোনা। যে ভালোবাসা কেবল বিছানা কেন্দ্রিক- তা ভালোবাসা নয়, তা যৌনবাসা।
আমি যদিও চুমু বিদ্বেষী নই- চুমুর মাঝে একটা আর্ট আছে- অসাধারন শিল্পকর্ম।

আমি এই চুমুটুকুও তোমার কাছে আবদার করতে চাইনি কখনো- কখনো সাহস কিংবা রুচির বিশেষ শ্রেণীর অন্তর্ভূক্ত্তার জন্যে ওসব দাবি করি না।
কি আর চাই?
শুধু একটু আশ্বাস, পুনঃ বিশ্বাস, আর বন্ধুতা...

ফিরে এসো আমার বেলা.


তারপর ফিরে আসলো আমার বেলা।

আমাদের স্বপনের রাজ্যে ভালোবাসার সব রস টইটুম্বর করা শুরু করলো
। কখনো কখনো ভেবেই নিতাম আচ্ছা এগুলো কি ভালোবাসার বাইরের কিছু ছিলো?
আজ হারিয়ে বোজতেছি সবই ভালোবাসা ছিলো-

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.