![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ১৭ মার্চ।
তামাম বাংলাদেশের জন্মদিন। আজ বঙ্গবন্ধুর জন্মদিন।
যে মানুষের আঙুলের ঈশারায় স্বাধীনতা পেলাম, বাংলাদেশের জন্ম হলো- সেই মহাত্মার জন্মদিনেই তো শুরু হয়েছিলো বাংলাদেশের।
হাজার সালাম তোমার তরে হে মহান বাংলাদেশের জন্মদাতা।
শুভ জন্মদিন!!
কিছু নষ্ট মানুষের মনে, যাদের আত্মার ভেতর মহর লেগে গেছে অকৃতজ্ঞতার,
তাদের কাছে জিজ্ঞেস করবেন, পাকিস্তানের জাতির জনক কে?
গলার স্বরটাকে ভারি করে - বলবে, কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্নাহ।
পরের ক্ষণে জিজ্ঞেস করবেন, বাংলাদেশের জাতির জনক কে?
গলার স্বরটাকে নিচু করে,
মুসলমানের আবার জাতির পিতা কি?- আমাদের জাতির পিতা তো ইব্রাহীম (আঃ)।
এই হচ্ছে সেইসব মানুষদের ভাবনা। তারা এখন অবধি বাংলাদেশকে মেনে নিতে পারছে না। এখন অবধি জাতির জনক হিসেবে মুজিবকে স্বীকার করতে পারে না।
বাংলাদেশে আর মুজিব দুটি শব্দকে আলাদা করে দেখার কোন উপায় নেই।
হে মহান নেতা,জন্মদিনে তোমার প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলি।
২| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৭
দ্যা আহমেদ মামুন বলেছেন: ১৫ আগষ্ট বাঙ্গালী তার জাতীর পিতাকে হত্যা করেছে।
কত বড় হারামী এই জাতি।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৭
আহসানের ব্লগ বলেছেন: Click This Link