নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো ঠিক করিনি

পরে লিখবো ।

অতৃপ্ত অনুভূতি !

পরে বলবো.....

অতৃপ্ত অনুভূতি ! › বিস্তারিত পোস্টঃ

অসুখ

০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৪২



১ম পর্ব...



১২ জুলাই ২০১১, রাত ১০ টা



দেখ্ কি সুন্দর চাঁদ উঠেছে আজ আকাশে।

হুম তাইতো, তবে তোর থেকে সুন্দর না, তুই হলি পৃথিবীর সবথেকে সুন্দর । একদম হুরপরি।

যাহ্........আবার শুরু করলি রানা! তোর কি আর কোন কাজ নেই কথায় কথায় আমার প্রশংসা করা ছাড়া!

কি করবো বল্ তোকে তো আল্লাহ্ তৈরীই করেছে এমন সুন্দর করে যে বার বার মুগ্ধ হয়ে যাই। এই রাইফা তুই আমাকে বিয়ে করবি? বলনা? করবি বিয়ে আমাকে? তুই তো জানিস যে তোকে আমি কতোটা ভালোবাসি।

রানা............তুই কি আমাকে কাঁদাতে খুব ভালোবাসিস নারে?

না না ওকে সরি সরি রাইফা ..........আর বলবো না।

হুম..........তুই জানিস এটা কখনো সম্ভব নয়, আমি কয়েক দিনের মেহমান,আর আমার এই সল্প সময়ে তোকে জড়িয়ে তোর জীবনটা নষ্ট করতে চাই না ।

এমন করে ভাবিস কেনো? আমি মন থেকেই চাই তোকে আপন করে নিতে, তোর সাথি হয়ে তোর সাথে কাটাতে।

(রাইফা দৌড়ে বাসার ছাদ থেকে চলে যায়)

এই রাইফা কোথায় যাস............... দাড়া বলছি, এভাবে যাস না, সরি রাইফা.....................................(কান্না করতে করতে)

আজ ভোর ৬ টায় রাইফা আমেরিকা চলে যাচ্ছে ওর চিকিৎসার জন্য, ওর বাচার সম্ভাবনা ২০ পার্সেন্ট...........কথাগুলো ফোনে বলছিল রানা ওর ফ্রেন্ড তাসমিয়াকে।

দোয়া করি রাইফা যেনো সুস্থ হয়ে ওঠে, তুই চিন্তা করিসনা রানা সব ঠিক হয়ে যাবে।

টিং টিং টিং..............

তাসমিয়া রাখি এখন কে যেনো এসেছে দেখে আসি.... ভালো থাকিস। বাই।

তুই ও ভালো থাক ,বাই।

তুমি !!এতো রাতে? ঘুমাওনি এখনো? শরীর ঠিক আছেতো?

আহ্.........এতো প্রশ্ন একসাথে? আমি ঠিক আছি, ২ টা তো বাজে, কয়েক ঘন্টাই তো আছি, তাই ভাবলাম তোমাকে একটু দেখে যাই আমার দোস্তটাকে, আবার যদি দেখার ভাগ্য না হয় ......................

আহ্ রানা ছাড়.........এতা শক্ত করে কেই জরিয়ে ধরে! দম আটকে গেলো আমার...

না ছাড়বোনা.........তোকে এভাবেই জড়িয়ে ধরে রাখবো সারাজীবনের জন্য।

রাইফা, রানার মুখটা আলতো করে ধরে কপালে একটা চুমু খেয়ে ...।

শুন এবার ছাড় আমাকে যেতে হবে, বাবা মা অপেক্ষা করছেন আমার জন্য।

রাইফার কপালে চুমু খেয়ে, ঠিক আছে যা, তবে তারাতারি ফিরে আসবি আমার বুকে, বুঝলি। আমি যাই তোকে এয়ারপোর্ট এ ড্রপ করতে?

না....রানা , তুই আসলে আমি যেতে পারবোনা তোকে ছাড়া......বুঝিস না কেনো........

ঠিক আছে, তবে কথা দে ফিরে আসবি................

আমি তো চাই ফিরে আসতে, আল্লাহ্ ই জনেন কি লিখা আছে আমার ভাগ্যে। ................আসি রানা...

হুম..........নিজের খেয়াল রাখিস রাইফা............



চলবে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.