নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইমন সাইমন !

!স্লেট কিংবা খাতা ,সর্বত্রই লেখি যা তা!

ঐদিকের কেউ!!

অলস ও দায়িত্বজ্ঞানহীন । নিজের সম্পর্কে কি লিখবো বা লেখা উচিত তা নিয়ে মুলত দ্বিধাগ্রস্থ । মুভি দেখতে ভালো লাগে । বই পড়েও অনেক আনন্দ পাই ।বাস্তব ও কাল্পনিক কিছু চরিত্র দ্বারা প্রভাবিত । ফুটবল,ক্যারম আর ব্যাডমিন্টন খেলে অপার্থিব আনন্দ পাই । শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যায়নরতঁ । শেষ !!

ঐদিকের কেউ!! › বিস্তারিত পোস্টঃ

অস্ট্রেলিয়া ও আমরা !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

১৯৭৬ মন্ট্রিয়াল অলিম্পিকে অস্ট্রেলিয়া পদকশুন্য হয়ে বাড়ি ফিরতে বাধ্য হয় ।



এই ঘটনা কে অস্ট্রেলিয়ান রা দেখে "National Shame" হিসেবে ।

এর পরপরই অস্ট্রেলিয়ান সরকার স্কলারশীপের জন্য বিশ্বসেরা একাডেমী AIS (Australian Institute of Sports) গড়ে তোলে ।



বর্তমানে এর স্টাফ,কোচ,ফিজিও,ডাক্তার দের সংখ্যা কয়েক'শ ছাড়িয়েছে । প্রতি বছর তারা ২০০ মিলিয়ন ডলার অনুদান পায় এবং সাথে পর্যাপ্ত পরিমান মেধা তো রয়েছেই ।

সবচাইতে বিস্ময়কর ব্যাপার হলো তারা প্রতি বছর ৭০০ স্কলারশিপ অফার করে থাকে । যেখানে অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র ২০ মিলিয়ন ।





ভেবে দেখুন , বাংলাদেশে যদি প্রতি ২০ মিলিয়ন মানুষের জন্য ৭০০ স্কলারশীপ বরাদ্দ থাকতো তাহলে কি ক্রীড়াবিমুখতা থাকতো ?! এটা তো সবারই জানা কথা মধ্যবিত্ত পরিবারের কোনো অভিভাবকই চাইবে না তার সন্তান টিকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে টাকা খরচ করে বিকেএসপি তে পড়াতে ! কিন্তু যদি এই স্কলারশীপ আর উন্নত ট্রেনিং এর সুযোগ টা থাকতো তাহলে অলিম্পিকে কম করেও ১০০ পদক , ১টা করে ক্রিকেট ,ফুটবল ওয়ার্ল্ডকাপ আমাদের অবশ্যই থাকতো !





মাত্র ২৪ বছরের মাথায় অস্ট্রেলিয়ান অলিম্পিক টিম ২০০০ সালের সিডনি অলিম্পিকে ৫৬টি পদক জেতে । তাদের সামনে ছিল শুধু রাশিয়া ,চীন এবং ইউএসএ ! এদের প্রত্যেকটি দেশের জনসংখ্যা অস্ট্রেলিয়ার জনসংখ্যার চেয়ে ১০ গুণ বেশী !



যাই হোক , এসবই পরিসংখ্যানের কথা ।



আরও একটা পরিসংখ্যানের কথা বলে যাই , মাইকেল বেভান , গ্লেন মেকগ্রাথ , জাস্টিন লেঙ্গার , ডেমিয়েন মারটিন , এন্ড্রিউ সাইমন্ডস , শেন ওয়ার্ন , রিকি পন্টিং , এডাম গিলক্রিস্ট সহ আরো অনেক অস্ট্রেলিয়ান গ্রেট রা এই স্কলারশীপ প্রোগ্রামের আওতাভুক্ত ছিলেন !



এখন তারা লিজেন্ড ! তাদের ভেতরের তীব্র মেধাটা বের করে আনা হয়েছে যেটা আমরা পারি না , কোনোদিন পারবও কিনা কে জানে !

আমাদের আশরাফুল , রাজিন সালেহ , তারিক আজিজ রা তাই অঙ্কুরেই ঝরে যায় !





আমরা কি চাইলে এই অকাল পতন ঠেকাতে পারি না !?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

বিত্তবান ফকির বলেছেন: দারুণ বলেছেন

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

নিশ্চুপ শরিফ বলেছেন: আউস্ত্রেলিয়ান দের বলা হয় খেলুড়ে জাতি। তারপর আবার ঢোলের বাড়ি (মানে বৃত্তি), উন্নত সব দেশেই খেলার জন্য বৃত্তির ব্যাবস্থা আছে।
পোষ্ট ভালো লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

ঐদিকের কেউ!! বলেছেন: খেলুড়ে জাতি বলে না । ধরুন কোনো একটা জায়গায় আপনি সুবিধা পেলে আপনি কি সেখানে যাবেন না ?
আমাদের এথলেট দের বিদেশে ট্রেইনিং এ পাঠানো হলে তারা সেখান থেকে পালিয়ে যায় । সুইপিং করে টাকা অর্জন করাটাই তাদের শ্রেয় মনে হয় ।
আমাদের দেশে যদি এমন সুযোগ থাকতো , যদি প্রতিভাবান দের যোগ্য মূল্যায়ন করা হতো তবে কি আমরাও খেলুড়ে জাতি হতে পারতাম না !?
এটাই আর কি !

আপনার ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ ! :)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

ঢাকাবাসী বলেছেন: আমাদের নেতারা গদিতে যাবার পর যেন তেন প্রকারেণ টাকা বানানো ছাড়া আর অন্য কিছুর চিন্তাই করেনা, খেলাধুলা নিয়ে ভাববার সময় কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.