নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজদের মগজের ঝড়

জয়রাজ অভিযাত্রী

জয়রাজ। পড়তে ভালবাসি, সেই সাথে লিখতেও। অভিযাত্রী নামে একটা অনলাইন ম্যাগাজিনে লিখি।

জয়রাজ অভিযাত্রী › বিস্তারিত পোস্টঃ

জীবন বদলানোর ২০টি গুরুত্বপূর্ণ টিপস!!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৭




সফলতা এবং ব্যর্থতা দুইটি বিষয়ই খুবই আপেক্ষিক। একেকজনের চোখে সফলতার সংজ্ঞা একেকরকম। আমরা যা পেতে চাই তা পাওয়ার নামই সফলতা। অন্যদিকে না পেলে তাকে বলি ব্যর্থতা। আমার হয়ত এমন কিছু আছে যার গুরুত্ব আমার কাছে নেই, কিন্তু সেই জিনিসটা পাওয়াটাই হয়ত কারো কারো চোখে স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করটাই তার কাছে সফলতা। তাহলে কি বিষয়টা আপেক্ষিক নয়??

সফল যে কেউ হতে পারে। তবে সফলতা নির্ভর করে চারটা বিষয়ের উপর-
সঠিক পরিকল্পনা, ধৈর্য, অধ্যবসায় এবং পরিশ্রম।
এই বিষয়গুলোর সঠিক চর্চা একজন ব্যর্থ ও একজন সফল মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়।

অভিযাত্রী অবলম্বনে ২০টি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকা দিচ্ছি- যেগুলো যেকোন মানুষের জীবন বদলে দিতে যথেষ্ট। যিনি স্বপ্ন দেখেন, সফল হতে চান তার উচিত এই আত্মউন্নয়নের ২০টি কথা মাথায় রেখে পথ চলা।

০১। নিজের প্রতি ভালোবাসা
০২। ব্যায়াম
০৩। শৃঙ্খলিত খাদ্যভাস
০৪। বদঅভ্যাস পরিবর্তন করা
০৫। স্মার্ট-গোল সেট করা
০৬। ব্যর্থতাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া
০৭। একটা উপযুক্ত পরিকল্পনা দাঁর করানো
০৮। সন্তুষ্ট থাকা
০৯। নিত্যনতুন দক্ষতা অর্জন করা
১০। সময়ের অপব্যবহার বন্ধ করা



১১। নিয়মিত বই পড়া
১২। মেডিটেশন করা
১৩। নেগেটিভ চিন্তা এবং অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করা
১৪। কঠিন সময়ে ধৈর্য রাখা
১৫। পরিবর্তনকে মেনে নেওয়া
১৬। অতীতকে মেনে নেওয়া
১৭। একজন মেন্টরকে অনুসরণ করা
১৮। পজেটিভ মানুষের সাথে উঠাবসা করা
১৯। নিজেকে একজন প্রতিফলকের মতো করে তৈরি করা(এর অর্থ আপনার চারপাশে যত সমস্যাই থাকুক না কেন, যত বাঁধাই আপনার কাছে আসুক না কেন, রিফ্লেক্ট্রের মতো করে তার দিক পরিবর্তন করে দেওয়া।)
২০। মানুষকে হেল্প করার মানসিকতা


মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫২

চাঙ্কু বলেছেন: ভালো টিপস!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

জয়রাজ অভিযাত্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয়। ভাল থাকবেন।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৮

আলমগীর কাইজার বলেছেন: দারুণ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

জয়রাজ অভিযাত্রী বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

রাজীব নুর বলেছেন: কিন্তু ভায়া বাস্তব বড় কঠিন।
এসব নিয়ে চললে ধরা খেতে হবে প্রতিনিয়ত।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

জয়রাজ অভিযাত্রী বলেছেন: ভায়া এখানে তো কোন নীতিকথা বলা হয় নাই। তাহলে ধরা খাওয়ার বিষয় কেন?

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বই জীব পাল্টিয়ে দেয়

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

জয়রাজ অভিযাত্রী বলেছেন: হ্যাঁ। একদম ঠিক বলেছেন।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: দুঃখিত জীবন হবে

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

জয়রাজ অভিযাত্রী বলেছেন: জি! ঠিক আছে।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

বিজন অধিকারী বলেছেন: ভালো লাগলো পড়ে

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

জয়রাজ অভিযাত্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালোবাসা রইল।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

নুরনবী হোসেন বলেছেন: ভাইয়া বাস্তব বড় কঠিন
কিন্তু আমি এই ২০টি টিপস! মেনে চললে।
নিজেকে আমি উন্নত করতে পরবো ।

ধন্যবাদ এত গুরুত্বপূর্ন টিপস!
পোষ্ট করার জন্য

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

জয়রাজ অভিযাত্রী বলেছেন: হ্যাঁ বাস্তবতা বড় কঠিন। এটা সত্য! এখানে কি কিছু বাস্তবতার বাইরে বলা হয়েছে?
সবগুলো বিষয়ই কিন্তু দরকারি। বলতে পারেন এগুলো মেনে চলাটা কঠিন।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

নয়া পাঠক বলেছেন: হুম! সুন্দর একটি গঠনমূলক পোষ্ট! প্রত্যেক মানুষের উচিত এই নিয়মগুলো ফলো করা, তাহলে ব্যর্থতা নামক বিষয়টি কি? এটা আমরা একদম ভুলে যাবো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

জয়রাজ অভিযাত্রী বলেছেন: ঠিক বলেছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

বিবেকবান জড় বলেছেন: ভালো লাগলো। প্রিয়তে নিলাম।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

জয়রাজ অভিযাত্রী বলেছেন: জেনে খুব ভাল লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.