আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো ।। তোমা ছাড়া আর এ জগতে, মোর কেহ নাই, কিছু নাই গো ।। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয়ো মাঝে, আরও কিছু নাহি চাই গো ।। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিবো বাস, দীর্ঘ