![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপুর্ণতাতেই কিছু সম্পর্কের সার্থকতা .......... :)
আমারও পরানো যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো ।।
তোমা ছাড়া আর এ জগতে,
মোর কেহ নাই,
কিছু নাই গো ।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখেরও সন্ধানে যাও,
আমি তোমারে পেয়েছি হৃদয়ো মাঝে,
আরও কিছু নাহি চাই গো ।।
আমি তোমারও বিরহে রহিব বিলীন,
তোমাতে করিবো বাস,
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী
দীর্ঘ বরষ্ মাস ।।
যদি আরও কারে ভালোবাসো,
যদি আরও ফিরে নাহি আসো,
তবে তুমি যাহা চাও,
তাই যেন পাও,
আমি যত দুঃখ পাই গো ।।..............
২| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২
শায়মা বলেছেন: গুড গুড!!!
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৩
অভিমানী স্বপ্ন বলেছেন:
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১১
তাসজিদ বলেছেন: আপনার পরান কাহাকে চায়
তাহা এ নাদান জানিতে চায়
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
অভিমানী স্বপ্ন বলেছেন: তা তো বলা যাবে না .........
@তাসজিদ
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০
বটবৃক্ষ~ বলেছেন:
হ্যাপি ব্লগিং!!!!!!