নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আজ তুমি কোথাও যাবে না || কবিতা থেকে গান || কৃতজ্ঞতা : ব্লগার ঢাকার লোক ও শায়মা হক

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫০

গত ২৯ আগস্ট ২০২৫ তারিখে ব্লগে আজ তুমি কোথাও যাবে না কবিতাটি পোস্ট করা হয়।



ব্লগার ঢাকার লোক কবিতাপোস্টে কমেন্ট করেন : একি গান না কবিতা ? সে যাই হোক, বেশ হয়েছে, সুন্দর, মিষ্টি !! তার এ কমেন্ট থেকে কবিতাটিকে গানে রূপান্তর করার ধারণা মাথায় আসে। এবং যথারীতি গানটা তৈরিও করে ফেলেছি।

রাগাশ্রয়ী ও ধীর লয়ের গান আমার অনেক পছন্দ। কবিতাটি যে-আবহে লিখেছিলাম, এবং এর বক্তব্য যে-রকম, তাতে এ কবিতাটির গানের সুর রাগাশ্রয়ী হওয়াই ডিমান্ড করে। সেভাবেই গানটি করা হয়েছে। গানটি আমার প্রিয় তালিকার প্রথম সারিতে চলে এসেছে। এটা একটা দীর্ঘ গান। আমি নিজেই অনেকবার শুনেছি।

কৃতজ্ঞতা রইল ব্লগার ঢাকার লোক-এর প্রতি। তিনি এমন একটা কমেন্ট না করলে এ কবিতাটিকে কখনো গানে রূপান্তর করার কথা আমার মাথায় আসতো কিনা, সে ব্যাপারে আমি খুবই সন্দিহান। ব্লগার শায়মা আপুর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি যেমন কবিতাটির প্রশংসা করেছেন, এটিকে গান করার ব্যাপারেও তার সহমত ছিল।

কবিতা : আজ তুমি কোথাও যাবে না (২০০৬)
কাব্য : নিঃসঙ্গ সময়ের সুখপাখি (একুশে বইমেলা ২০০৬)
সুরারোপ : ২৯ আগস্ট ২০২৫
কবিতা রচনা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু

আজ তুমি কোথাও যাবে না
আজ কোনো কাজকর্ম নয়
আজ শুধু আমার প্রতীক্ষায়
সারাদিন ঘরে বসে
একা একা কাটাবে সময়

আজ শুধু সুখ করবার দিন
আজ সারাদিন তুমি
ধ্যানমগ্নতায় হবে আমাতে বিলীন

নিরালা গৃহের মাঝে আজ
তুমি জীবনকে পাবে
বেদনার্ত অতীতের ভুলে গিয়ে সব
হৃ্দয় রাঙিয়ে আজ সুবাস ছড়াবে

আজ তুমি কোথাও যাবে না
আজ কোনো কাজকর্ম নয়
নীল-আসমানি শাড়ি পরে
আজ তুমি আমার প্রতীক্ষায়
সারাদিন ঘরে বসে
একা একা কাটাবে সময়

২০০৬

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। আজ তুমি কোথাও যাবে না। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১০

অপ্‌সরা বলেছেন: এটা কি রাগ বিলাবলের উপর করেছো ভাইয়া??

সারে গামা পা ধানিসাতে সা এর উচ্চারণ শা হয়েছে। কিন্তু সত্যিই গানটা অনেককককককককককককককককক সুন্দর হয়েছে।

১০০ তে ২০০ :)

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কোনো টেকনিক্যাল নলেজ নাই। আমি গানটা কীরকম চাই, সে ব্যাপারে বিস্তারিত বর্ণনা লিখি। তাল বা লয়ের কোনো ক্যাটাগরি উল্লেখ করি না, যেহেতু এ ব্যাপারে আমার জ্ঞানও নাই (কিছু জানার চেষ্টা করেছিলাম, ধৈর্যে কুলায় নাই :) )।

এ-আই'র উচ্চারণ ত্রুটি নিয়ে অনেক বলেছি। বাংলা উচ্চারণ ঠিকমতো ধরতে পারে না।

আমি সারেগামা চেয়েছিলাম এগুলোর স্কেল অনুযায়ী সুর তোলার জন্য, কিন্তু এ-আই জাস্ট সাধারণ ভাবে মূল সুরের সাথে মিল রেখে গানের মতো তুলে ফেলেছে। ডাজে'ন্ট ম্যাটার। আমি খুবই সন্তুষ্ট। আরো সন্তুষ্ট হলাম গানটা আপনার কাছে অনেক সুন্দর লেগেছে জেনে।

অনেক ধন্যবাদ আপু।

২| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:২৭

অপ্‌সরা বলেছেন: আসলেই অনেক সুন্দর লেগেছে!!!!

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ভালোলাগা, প্রশংসা, সবসময়ই আমার জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। এজন্য অনেক ধন্যবাদ আপু।

৩| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: ভালো হয়েছে গান ও কবিতা ।

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সৈয়দ কুতুব ভাই। শুভেচ্ছা।

৪| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৪

মথিতস্বপ্ন বলেছেন: গান ভালাইছে

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.