নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
একাকীত্ব আমি.....!
একাকীত্ব আমি তাই তো একাকীত্ব জীবনকে খুব বেশি উপভোগ করতে জানি।
প্রথম প্রথম একটু খারাপ লাগতো'পরে আমি আমাকে প্রশ্ন করতে
লাগলাম কেন আমি একাকীত্ব?
এই ভাবে উপভোগ করতে লাগলাম প্রতিটা সময়'এবং প্রতিটা সময় ভাবতে লাগলাম'জীবন কেন কোন মানে হয় না?
সবাই জন্মানো সময় একাকীত্ব ভাবে জন্ম গ্রহ করে।
মৃত্যু সময় একাকীত্ব ভাবে মৃত্যু স্বাদ গ্রহন করে..!
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: উপভোগ করতে শিখলে একাকিত্বকেও উপভোগ করা যায়, আমি বলি জীবনের প্রতিটা সময়কেই উপভোগ করা উচিৎ
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: কি ভাবে কি বলেন তো ভাই?
ভালো লাগা মধ্যা মাঝারি আছে নাকি.?
তাহলে মাঝারি ভাবে ভাল লাগাতাম।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: জ্বি ভাই জান সাধা মনের মানুষ, কথাটা খারাপ বলেন নাই ভালোই বলছেন কিন্তু কি ভাবে সম্ভার?
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: আমি যখন খুব গরমে অতিষ্ঠ হয়ে যানজটে নাকাল হই তখনো উপভোগ করার চেষ্টা করি, যেমন পাশের মানুষটা ঘেমে কতটা ক্লান্ত, সঠিক লেনে না থাকায় যানজটে পড়ার কারণে প্যাসেঞ্জারের সাথে কন্টাকটরের খিটিমিটি, একে তো বাসে পা ফেলার জোটি নাই তার উপর হকারের আনাগোনা.......অর্থাৎ প্রতিটা বিরক্তিকর বিষয়ও উপভোগ করা যায় ইচ্ছে করলে। সর্বশেষ মনটা ভালো রাখার জন্য আমার আরো একটা কৌশল হলো, এখন আমি যে পরিস্থিতিতে আছি আমি তার চেয়ে খারাপ অবস্থায়ও থাকতে পারতাম, এমনটি ভেবে মনকে তৃপ্ত করা।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: একাকী / একাকীত্ব গুলিয়ে গেল নয় কি?
মাঝারি রকমের ভালো লাগা।