নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

**আমি একজন দেশ প্রেমিক**আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে।

কৃষ্ণচূড়া লাল রঙ

**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।

কৃষ্ণচূড়া লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

যতদূর

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

যতদূর মনে পরে, হাসি ছাড়া সেই মুখ আমি কখনো দেখিনি। প্রিয় মুখ। প্রিয় মানুষ। সদা হাস্যোজ্বল। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো দেখা যায় না। খুব কাছের জন ছাড়া সেইসব কষ্ট দেখে না কেউ। আমি কি খুব কাছের কেউ ? জানা নেই। শুধু জানি, মানুষের চোখের জল খুব সংক্রামক। সহজেই একের থেকে ছড়িয়ে পরে অন্যের মাঝে।
সবাই ঘুমিয়ে গেলে বেলকোনী'র শূন্য চেয়ারটিতে এসে বসি। থাকি মধ্যরাত অবধি। আলোহীন আকাশ। মৃদু বাতাস। নিস্তব্দ চারিপাশ। ভাবি, অনেক পূর্ণতার পরেও কখনো কখনো একরাশ শূন্যতা ঘিরে থাকে মানুষকে। অনেক কোলাহলের মাঝেও কিছু মানুষের ভেতরটায় কেবলই সুনসান নিরবতা। মানুষগুলো আমাদের আশেপাশেরই। এ কেমন বিপরীতমুখী বাস্তবতা ! দ্বৈত সত্ত্বা নিয়ে বেঁচে থাকা !
একটু পরেই আঁধারের বুক চিরে আলো নেমে আসবে আমাদের নিয়ম মানা এই পৃথিবীতে। উঠে আসি। একটি স্ট্যাটাস লিখি ___" কখনো কখনো প্রাণোচ্ছল হাসিই সুখের প্রকাশ নয়" ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.