নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

**আমি একজন দেশ প্রেমিক**আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে।

কৃষ্ণচূড়া লাল রঙ

**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।

কৃষ্ণচূড়া লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

কোলাহল ময় শহর

২০ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩২

কোলাহলময় শহরে ঘুমের রাজ্য'কে বিদায় দিয়ে জেগে আছি তো এই শহরে সাথে তাল মিলিয়ে ..!
কোলাহলময় শহরে কুয়াশা ডাকা রাস্থা, শিশিরসিক্ত ভোর তো দেখতে পাচ্ছি না কোথাও ......!
সবকিছু কি ভাবে যে এতো পরিবর্তন হয়ে গেলো তাঁর নেই কোন ছায়া...!
কোলাহলময় শহরে ধূলো বালি ভোরা রাস্থায়, নেই কোন প্রকৃতি সৌন্দর্য......!
এই কোলাহলময় শহরে নেই কোন মায়া ভোরা ভালবাসা, শুধু আছে ভেস্ততা চিহ্ন.......!
শুভ সকাল এই কোলাহলময় শহর'কে.....!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৩

আনন্দ বড়ুয়া বলেছেন: হ্যাঁ ,কেমন জানি সবি সবার মতো করে বদলায় ,বদলে যাচ্ছে , সুভ সকাল আপনাকে ও।

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.