নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

**আমি একজন দেশ প্রেমিক**আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে।

কৃষ্ণচূড়া লাল রঙ

**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।

কৃষ্ণচূড়া লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

আমার মতো করে**

২৮ শে মে, ২০২৪ ভোর ৪:৫২

কেউ ভালোবাসুক আমাকে আমার মতো করে,
যে বুঝবে আমার অভিমান, আমার ভাঙা মনটাকে ধরে।

যে দেখবে রাগের পিছনে লুকানো বিষন্নতা,
ভালোবাসবে সেই অন্ধকারে, আমায় করবে দিশাহীন পথের সাথী।

যে জানবে আমার প্রতিটি দুঃখের গান,
যার সুরে মিশে থাকবে আমার হাসি-কান্নার জীবন।

কেউ ভালোবাসুক আমাকে আমার মতো করে,
যে জানবে, আমার নিঃশ্বাসে লুকানো আশার মিছিল।

আমার মনে যে অশ্রু জমে আছে,
সেই অশ্রুগুলোকে নিজের হাতে মুছে,
যে দেবে আমায় শান্তি, ভালোবাসার এক ছোঁয়া।

কেউ ভালোবাসুক আমাকে আমার মতো করে,
আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে যাকে পাবো আমি খুঁজে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.