নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
শৈশবের শীত মানেই ছিল এক অন্যরকম আনন্দ। কুয়াশার চাদরে মোড়ানো ভোরবেলা, খেজুর রসের মিষ্টি ঘ্রাণ, আর মায়ের হাতে বানানো পিঠার স্বাদ—সবকিছুই যেন এক স্বপ্নময় অধ্যায়। তখনকার দিনগুলোতে শীতের সকাল মানে ছিল কোলাহলমুখর গ্রামীণ জীবনের এক অদ্ভুত সৌন্দর্য।
স্কুলের উঠোনে বিজয়ের গৌরব উদযাপন, ১৬ ডিসেম্বরের পতাকা উত্তোলন আর শীতের ছুটিতে পিঠা উৎসবের মাতামাতি—এসব মুহূর্ত আজো হৃদয়ে গেঁথে আছে। মায়ের গল্প, ফজরের নামাজের পর পায়ে হেঁটে হাটের পথে যাওয়া, কুয়াশার ভেতর সূর্যের উঁকি—সবকিছুই যেন প্রকৃতির এক অফুরন্ত ভালবাসার প্রকাশ।
গ্রামের শিশুরা দল বেঁধে মেতে উঠত খেলাধুলায়। পুকুর পাড়ে বসে চাচার সাথে গল্প, হাতে মাটির মগে খেজুর রসের উষ্ণতা—এমন দৃশ্যই ছিল শীতের সকালের সঙ্গী। সন্ধ্যায় ঘরে ফিরে আগুনের পাশে বসে মায়ের সাথে সাপলুডুর খেলা কিংবা গল্পের আসর সেই শৈশবের অমূল্য স্মৃতি।
আজ শহরের কোলাহলে সেই গ্রামের শীতের সকাল হারিয়ে গেছে। কিন্তু স্মৃতির রঙিন ক্যানভাসে আজো ভেসে ওঠে সেই দিনগুলো। মনে হয়, যদি আরেকবার ফিরে যেতে পারতাম মাটির গন্ধ মাখা সেই গ্রামে, যদি আবার শীতের সকালের পিঠা-খেজুর রসের স্বাদ নিতে পারতাম, তাহলে জীবনটা যেন আরও একবার নতুন করে বাঁচা হতো।
শীত শুধু একটা ঋতু নয়, শৈশবের ভালবাসা আর স্মৃতির এক অফুরন্ত ভাণ্ডার। সেই শীতের গ্রামে মন আজো ফিরতে চায়।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৯
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি লেখাটাকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে পাঠকদের মনে একটি জীবন্ত চিত্র তৈরি হয়। আপনার কোনো নির্দিষ্ট পরামর্শ থাকলে জানাবেন, সেটা আমার জন্য খুবই মূল্যবান হবে।
২| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৭
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: দাদা লিখা এডিট মানে বুঝলাম না? লিখা এডিট কি
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০৩
নীল-দর্পণ বলেছেন: পাট কাঠি দিয়ে নল বানিয়ে খেজুর রস খেয়েছেন ? আর শিশির ভেজা পথে হাঁটতে হাঁটতে স্যান্ডেলের তলা মাটিতে ভারী হলে পথেই বসে কঞ্চি/ডাল দিয়ে খুচিয়ে সেই মাটি ফেলে আবার হাঁটা…
ছোট্ট একটা লেখা আপনার কিন্তু অসাধারন, অমূল্য কিছু স্মৃতিজড়িত।
আমার জীবনের সেরা সময় হল গ্রামে কাটানো শীতকাল।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৯
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: পাট কাঠির নল দিয়ে খেজুর রস খাওয়ার সেই মিষ্টি স্মৃতি যেনো জীবনের অমলিন এক অধ্যায়। আর শিশির ভেজা পথে হাঁটতে হাঁটতে স্যান্ডেলের তলায় জমা মাটি খুচিয়ে ফেলার সেই ছোট্ট অভ্যাসেও লুকিয়ে থাকে এক অদ্ভুত আনন্দ।
আপনার মন্তব্য পড়তে পড়তে যেনো নিজের গ্রামে কাটানো শীতের দিনগুলো মনে পড়ে গেল। সত্যিই, গ্রামে কাটানো শীতকাল জীবনের সেরা সময়গুলোর মধ্যে অন্যতম। আপনার এই স্মৃতিজড়িত কথাগুলো হৃদয়ে এক অনন্য ছাপ ফেললো।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২১
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লিখেছেন।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৮
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার উৎসাহই আমাদের ভালো কিছু লেখার অনুপ্রেরণা। ভালো থাকুন, পাশে থাকুন।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: শপনি লিখেছেন শীতের সকালের কথা, আমি লিখব শীতের মধ্যরাতের কথা।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৭
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: শীতের সকালের মতো শীতের মধ্যরাতও এক অন্যরকম অনুভূতি নিয়ে আসে। চারপাশের নিস্তব্ধতা, কুয়াশায় মোড়া পথ আর হিমশীতল বাতাস যেনো একটা মায়াময় পরিবেশ তৈরি করে। আপনি লিখুন, শীতের মধ্যরাতের সেই গল্পগুলো—যেখানে ঠাণ্ডা হাওয়া আর তারার আলো মিলে এক অদ্ভুত সুন্দর আবহ তৈরি করে। আমরা অপেক্ষায় থাকলাম আপনার লেখার জন্য।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা সেই দিনগুলো যেনো স্বপ্নময় স্মৃতি। এখন প্রায় গ্রামেই আধুনিকতার ছুয়া লেগেছে। তারপরে কিছুটা হলেও গ্রাম্য জীবনে বৈচিত্রতা রয়েছে। বয়স এমন এক যায়গায় দাঁড় করিয়েছে স্মৃতির ক্যানভাসে ভেসে বেড়ানো ছাড়া কোন উপায় নেই।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৬
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: আপনার কথাগুলো যেনো হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অতীতের মায়াবী ছোঁয়া। সত্যিই, আধুনিকতার ছোঁয়া গ্রামগুলোকে বদলে দিয়েছে, কিন্তু তবুও সেই সহজ-সরল জীবনের সৌন্দর্য আর বৈচিত্র্য কোথাও হারায়নি। বয়স আমাদের স্মৃতির ক্যানভাসে ভেসে বেড়ানোর এক অনন্য সুযোগ দেয়, যেখানে প্রতিটি মুহূর্ত জীবনের গল্প হয়ে ওঠে। আহা, সেই দিনগুলো—যেনো এক স্বপ্নের মত।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
ছবির মত কি লেখাটাও এডিট করেছেন।