নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

**আমি একজন দেশ প্রেমিক**আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে।

কৃষ্ণচূড়া লাল রঙ

**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।

কৃষ্ণচূড়া লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

শাসকের অন্তিম বিচার

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:২৬

বাস্তবতার কণ্টকিত শৃঙ্খলে জড়ানো দাসত্বের রেখা,
হে রাণী! তোমার সিংহাসন কি নিছকই ছলনার ঢাল?
নিজ অস্তিত্বকে বিলিয়ে দিলা ক্ষমতার অন্ধগলিতে,
তবুও কালের অমোঘ শাসন থামে না কোনো প্রতারণায়।

ভাগ বাটোয়ারার বিষাক্ত হাতে গড়া এ রাষ্ট্রের প্রলেপ,
অন্যায়ের কঙ্কাল ছড়িয়ে ছিন্নভিন্ন ন্যায়ের দেহ।
সাইকোপ্যাথিক নীরবতায় অস্বীকার করলে চিকিৎসা,
আন্দোলনের রক্তস্রোতে ভেসে গেলো ইতিহাসের পৃষ্ঠা।

যারা অগ্নিপথে হেঁটেছে, যারা রক্ত দিয়ে লিখেছে লড়াই,
তাদেরই রক্তপিপাসী আখ্যা দিয়ে ছুঁড়লে অভিশাপ!
ক্ষমতার মদিরায় বুঁদ হয়ে ত্যাগ করলে বিবেক,
দম্ভ আর দুঃসহ নেশায় বেঁধে রাখলে এ ধ্বংসের কাব্য।

শেষপ্রান্তে, যখন ভেঙে পড়লো প্রাসাদের প্রাচীর,
লড়লো তোমারই রক্তের দাদা, অস্ত্রহীন এক প্রতিরোধ।
তবুও এড়ানো গেলো না পতনের অন্তিম ঘণ্টা।
ক্ষমা? সে তো কল্পনাতীত—
এখনো কি শাসনের ভ্রান্ত অহংকার বয়ে বেড়াও?
শেষ ভরসাটুকুও লুপ্ত,
দাদার আশ্রয়ও হারালে তুমি—
এবার তোমার সিংহাসনই হয়ে উঠুক কারাগার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.