![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
ভালোবাসার রূপান্তর
তোমার শহরে তুমি বসে আছো,
রক্তজবা হাতে…
আমার শহরে আমি,
একটি গোলাপের বাগান গড়ি—
লাল রঙে রাঙা, নিঃশব্দে ফুলে ভরে।
তুমি একদিন বলেছিলে,
রক্তজবা মানেই চিরন্তন ভালোবাসা,
তোমার অভিমানে লুকোনো ছিল রাগের আগুন,
তবু তার গভীরে ছিল কোমলতা—
একটি হৃদয়ের ডাক।
আমি সেই গুচ্ছ রক্তজবা ভুলে
তোমার হাতে তুলে দেবো হাজারো গোলাপ,
প্রতিটিতে থাকবে আমার নীরব প্রতিশ্রুতি—
ভুলগুলো শুধরে নেওয়ার ইচ্ছা।
তুমি খুঁজে নিও তোমার রক্তিম ভালোবাসা
আমার গোলাপের পাঁপড়িতে,
যেখানে আমি তোমার রাগ, অভিমান,
ভালোবাসা—সবটাই অনুভব করেছি।
আর সেইখান থেকেই
আমি আবার তোমাকে
নতুন করে তুলে ধরবো—
ভালোবাসার নতুন দিনে।
©somewhere in net ltd.