![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা লিখি তা মনের গভীরে প্রোথিত অকৃত্রিম বিশ্বাসের অনুলিপি
আজ সকাল ১০:৪৫ এর দিকে বাচ্চাকে আনতে স্কুলে যাচ্ছিলাম। গুলজার মোড় হতে গণি বেকারী পর্যন্ত কলেজ রোডে ওয়ান ওয়ের কাজ চলছে, তাই ভোগান্তির শেষ নেই। টেম্পুতে যাচ্ছিলাম, দেবপাহাড়ের সামনে দেখি ডজনে ডজনে আগাগোড়া কালো ড্রেস পড়া কনেজ ফেরত ছাত্র-ছাত্রীর দঙ্গল।
চট্টগ্রাম বিজ্ঞান কলেজ নামে হুট করে কোচিং সেন্টার হতে কলেজে রূপ নেযা একটি কলেজের স্টুডেন্ট এরা।মাথা গুনে শেষ করতে পারিনি, ওরা অ-নে-ক। গ্রামের কলেজগুলোতে পাশের এই ভরা মৌসুমে ও বিজ্ঞানের স্টুডেন্টের আকাল। অথচ শহর চট্টগ্রামের স্বীকৃত কলেজগুলোতে বিজ্ঞানের স্টুডেন্টের ঠাঁই হচ্ছে না। তাদের পড়তে হচ্ছে ভুঁইফোড় কলেজগুলোতে।
যাক, ধান ভানতে শিবের গীত গেয়ে যাচ্ছি।
তো, যা বলছিলাম , ছেলেদের তো দোষ নেই- তারা কলেজের ড্রেস কোড অনুযায়ী ড্রেস পড়েছে। কিন্তু আমার ভাবনা কলেজ কর্তৃপক্ষকে নিয়ে। য়ে কলেজ স্টুডেন্টদের গর মের দেশে কালো ড্রেস পড়ায় তারা কতটুকু বিজ্ঞান শেখাবেন সেটা ভাববার বিষয়। কারণ , আমরা জানি কালো রঙ সব ধরনের বিকিরণ শোষণ করে, ফলে গ্রীষ্মপ্রধান দেশে কালো পোষাক অস্বস্তিদায়ক।
যতটুকু জানি , ঢাকার ক্যামব্রিয়ান কলেজের ড্রেস ও কালো।
দেখে শুনে মনে হয় এ যেন স্টুডেন্টের মনে দাগ কাটার চেষ্টা, যেন তারা নিজেদের RAB এর মতো এলিট ভাবে।
রূপ নেই তার কুলোপণা চক্কর!
©somewhere in net ltd.