নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

সংবাদপত্রের লক্ষ্য : সামাজিক দায়বদ্বতা নাকি ব্যবসার সুকৌশল

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৪



আজ ‘বাংলাদেশ প্রতিদিন’ পঞ্চম বর্ষে পদার্পন করলো। সকালে পত্রিকাটি হাতে নিয়ে তার ‘বিশেষ আয়োজন ’চোখে পরতেই ভাবলাম যাক আজ সারাটাদিন ভালই কাটবে। একেতো বন্ধের দিন তারপর আবার সাধের শরীরটা ও বিছানা ছাড়তে চাইছে না। কিন্তু ‘বিশেষ আয়োজন ’ এর ভিতরের পাতা গুলো উলটাতেই আমার চোখ দুটির ছানাবড়া অবস্থা। হায় ! আমি এ কী দেখছি ! শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। মোট ১২ পৃষ্ঠার এই ‘বিশেষ আয়োজন ’ এ আটটি প্রবন্ধ ও দুইটি কবিতা ছাড়া পুরোটাই বিশেষ বিজ্ঞাপন গুলো বিশেষভাবে চর দখলের মত স্থান দখল করে নিয়েছে । এ যেন বিজ্ঞাপন প্রচারের জন্যই পত্রিকাটির ‘বিশেষ আয়োজন ’।

মনের মাঝে অনেক প্রশ্ন উকি দিল। সম্পাদক সাহেব কী পারতেন না আরো কিছু বিশেষ লেখকের লেখনীর মাধ্যমে ‘বিশেষ আয়োজন’ টা কে বিশেষভাবে সম্বৃদ্ধ করতে ? পারতেন না কী আমাদের মত সাধারণ পাঠকদের সামান্যতম প্রত্যাশা পূরণ করতে ? একি সামাজিক দায়বদ্ধতা পূরনের লক্ষণ নাকি কোন প্রতিষ্ঠানের ব্যবসানীতির কঠোর আগ্রসন ??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.