নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাঁরা সত্য বলতে ও শুনতে পারেন তাঁদের জন্য

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

প্রশান্ত মহাসাগর

ভােলামানুষ

প্রশান্ত মহাসাগর › বিস্তারিত পোস্টঃ

ড. মুহাম্মদ ইউনুস একটা সেই রকম জিনিস!!

২৫ শে মে, ২০১৩ রাত ১১:৫৮

ড. মুহাম্মদ ইউনুস সুবিধাবাদী একজন মানুষ। তিনি বিশ্বব্যাংকের প্রধান হতে চান না কারণ এটার পলিসির সাথে তার গ্রামীণ ব্যাংকের পলিসি সম্পূর্ণ বিপরীত। কিন্তু তিনি এমেরিকান এই প্রতিষ্ঠানটির নাটের গুরু এমেরিকার সরকার প্রধান আর বাঘা বাঘা রাজনীতিবিদদের খুব কাছের মানুষ! খুব প্রিয় মানুষ! ক্লিনটন, হিলারী, ওবামা সবাই!! এমেরিকার বড় বড় পুরস্কার তার জন্যে রাখা থাকে! নামে বিশ্বব্যাংক হলেও ব্যাংকটি এমেরিকান। ওয়ালমার্ট আর এক্সন এর মতো বড়ো বড়ো কোম্পানীর টাকায় চলে বিশ্বব্যাংক নামের এমেরিকান এই ব্যাংকটি।আর এমেরিকা খবরদারী করে বিশ্বের গরীব দেশ গুলোর উপর। হাসিনা একটু বাড়াবাড়ি করেছিলো কিছূদিন। তাই হাসিনার পতন ঘটানোর জন্য পদ্মাসেতু থেকে সরে গেছে বিশ্বব্যাংক। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই।



এমেরিকা মুখে গনতন্ত্রের কথা বললেও অন্তরে বিশ্বাস করে না। এমেরিকা তার বিরোধিতা পছন্দ করে না। এই কারেনই সাদ্দাম চলে গেছে, চলে গেছে গাদ্দাফী। পতন হয়েছিলো সাবেক ইরানী একজন প্রধানমন্ত্রীর। খুন হয়েছেন আমাদের মুজিব। শুধু বেঁচে গিয়েছিলেন হুগো শাভেজ আর ফিদেল ক্যাষ্টো।



বিশদ লিখার ইচ্ছে ছিলো কিন্তু অন্য একটি কাজ আছে। এখনই চলে যেতে হবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:০৮

হাসান বৈদ্য বলেছেন: একমত

২| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:১৯

বাগসবানি বলেছেন: আপনি নিজে আগে বিখ্যাত বা কুখ্যাত হন তারপর ওবামাকেও ক্রিটিসাইজ করেন ! আমেরিকার কি বলে না বলে তার দাম তো দিতেই হবে । আমাদের না আছে মাথা, না আছে সম্পদ, না আছে ক্ষমতা, না আছে কিছু, নিজের দেশে নিজেই বাটপারী করি ।

৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:৫৮

নিরব বাংলাদেশী বলেছেন: এতোকিছু বাদ দিয়ে ইউনুসকে সেরকম লাগলো?:)

৪| ২৬ শে মে, ২০১৩ ভোর ৬:৫৪

আতা2010 বলেছেন: দালাল ইউনুসকে নিয়ে আমার লিখা ,

৫| ২৬ শে মে, ২০১৩ ভোর ৬:৫৬

আতা2010 বলেছেন:
নব্য দখলবাজ আমেরিকার হাতে এই বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেয়ার ষড়যন্ত্রে মত্ত হয়েছে আরেক নব্য মীর জাফর সুদখোর ড. ইউনূস
Click This Link

৬| ২৬ শে মে, ২০১৩ সকাল ৮:৩৫

শফীক রহমান বলেছেন: গরিবের রক্তচোষার পদ্ধতির জনক ...

৭| ২৬ শে মে, ২০১৩ সকাল ৮:৫২

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ড. মুহাম্মদ ইউনুস আমাদের গর্ব। নিজে তো দেশের জন্য কিছু করতে পারেননি, আগে নিজে দেশের জন্য কিছু করে দেখান তারপর সমালোচনা করেন

৮| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৩১

হাসির মানুষ বলেছেন: সুদখোর ইউনুসকে দেশ থেকে ন্যাড়া মাথা করে ঘোল ঢেলে আমেরিকায় রপ্তানী করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.