নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাঁরা সত্য বলতে ও শুনতে পারেন তাঁদের জন্য

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

প্রশান্ত মহাসাগর

ভােলামানুষ

প্রশান্ত মহাসাগর › বিস্তারিত পোস্টঃ

ড.মুহাম্মদ ইউনুস একটা সেই রকম জিনিস!! (রি)

২৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৬

ড. মুহাম্মদ ইউনুস সুবিধাবাদী একজন মানুষ। তিনি বিশ্বব্যাংকের প্রধান হতে চান না কারণ এটার পলিসির সাথে তার গ্রামীণ ব্যাংকের পলিসি সম্পূর্ণ বিপরীত। কিন্তু তিনি এমেরিকান এই প্রতিষ্ঠানটির নাটের গুরু এমেরিকার সরকার প্রধান আর বাঘা বাঘা রাজনীতিবিদদের খুব কাছের মানুষ! খুব প্রিয় মানুষ! ক্লিনটন, হিলারী, ওবামা সবাই!! এমেরিকার বড় বড় পুরস্কার তার জন্যে রাখা থাকে! নামে বিশ্বব্যাংক হলেও ব্যাংকটি এমেরিকান। ওয়ালমার্ট আর এক্সন এর মতো বড়ো বড়ো কোম্পানীর টাকায় চলে বিশ্বব্যাংক নামের এমেরিকান এই ব্যাংকটি।আর এমেরিকা খবরদারী করে বিশ্বের গরীব দেশ গুলোর উপর। হাসিনা একটু বাড়াবাড়ি করেছিলো কিছূদিন। তাই হাসিনার পতন ঘটানোর জন্য পদ্মাসেতু থেকে সরে গেছে বিশ্বব্যাংক। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই।



এমেরিকা মুখে গনতন্ত্রের কথা বললেও অন্তরে বিশ্বাস করে না। এমেরিকা তার বিরোধিতা পছন্দ করে না। এই কারেনই সাদ্দাম চলে গেছে, চলে গেছে গাদ্দাফী। পতন হয়েছিলো সাবেক ইরানী একজন প্রধানমন্ত্রীর। খুন হয়েছেন আমাদের মুজিব। শুধু বেঁচে গিয়েছিলেন হুগো শাভেজ আর ফিদেল ক্যাষ্টো।



বিশদ লিখার ইচ্ছে ছিলো কিন্তু অন্য একটি কাজ আছে। এখনই চলে যেতে হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৫

খাটাস বলেছেন: ভাই আমেরিকার নিতি সবাই জানে। আপনার পোষ্ট পড়ে নতুন কিছু ব্যাপার জানলাম। যদি সময় করে হাসিনা আর পদ্মা সেতুর ব্যাপারটা একদিন লেখেন, তাহলে আমরা আরও কিছু জানতে পারব। ধন্যবাদ।

২| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৭

নেওয়াজ শরিফ বলেছেন: ভাই আপনি কি বলতে চাইলেন বুঝলাম না? ইউনুস সাহেবের এভাবে বিশেদাগার করে আপ্নারা কি মজা পান? একটা নোবেল প্রাইজ আইনা তারপর এইসব ডায়ালগ মারেন।

৩| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৯

গোয়েন্দাপ্রধান বলেছেন: hachina indiar pa chete dte pare...WB er gu er cheye india er gu susadu hasinar kase

৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৭

সাজেদুর সজিব বলেছেন: শাঁক দিয়ে মাছ ঢাকা যাবে না।

৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৭

সাজেদুর সজিব বলেছেন: শাঁক দিয়ে মাছ ঢাকা যাবে না।

৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:১৬

আিম এক যাযাবর বলেছেন: ভাই, নোবেল প্রাইজটা যদি ভারতের হাতে থাকত, তাহলে তো আপনাদের এত আফসোস থাকতনা। আহা রে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.