![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভােলামানুষ
শেখ মুজিবের প্রতি অগাধ শ্রদ্ধা রেখেই বলছি, হাসিনা মনে করে দেশটা তাঁর বাবার, আর খালেদা মনে করে দেশটা তাঁর স্বামীর। তাই বাবা আর স্বামীর দেশে তাঁরা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। সাংবাদিক মুন্নী সাহাকে রেকর্ডকৃত সংবাদটি প্রচার করতে দিল না তাতে প্রধানমন্ত্রীর জাতিসংঘের "গোপালগঞ্জ গোপালগঞ্জ পুরস্কারটির কথা নেই বলে! প্রধানমন্ত্রীর সঙ্গে সফরকারী সাংবাদিকদের একটা প্রশ্নের তালিকা ধরিয়ে দিলেই পারতো ইকবালল সোবহান চৌধুরী। আর সাংবাদিকদের ধমক দিয়ে সতর্ক করে দিলেই পারতো যে, এর বাইরে অন্য কোন প্রশ্ন করা পাবে না!!
এমপি রনিরা জেল খাঁটে! সালমান ফিসরা সাগরে ঘুরে বেড়ায়! মন্ত্রীদের জন্য সরকারী প্লট/ বাড়ি থাকে, শুল্কমুক্ত গাড়ী থাকে! আর আমার আত্মীয়া অল্প বয়সে স্বামী হারিয়ে নারী ও শিশু নির্যাতন আদালতের বারান্দায় ঘুরে বেড়ায় বছরের পর বছর। তার নাবালক ছেলেদের পক্ষে গার্ডিয়ানসীপের জন্য! ঢাকা সিটি করপোরেশনে ঘুরেও দোকানের নামজারী করতে পারে না ঘুষের ৪০ হাজার টাকা দিতে চায় না বলে! তার বলগেটের কাগজ করতে ৬৫ হাজার টাকা লাগে! টেবিলে এত টাকা খায় যে সে আর কুলিয়ে উঠতে পারে না। সে ভাবছে, দেশের পাঠ চুকিয়ে বিদেশ পাড়ি দেবে। কি হবে তার প্রতিষ্ঠানে কর্মরত ১২/১৪জন কর্মচারীরর? টেবিলের মুখগুলো কি চিরতরে বন্ধ করতে পারে না সরকার? তাহলে কি বাল ছিঁড়তে পারে তারা!!
©somewhere in net ltd.