নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাঁরা সত্য বলতে ও শুনতে পারেন তাঁদের জন্য

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

প্রশান্ত মহাসাগর

ভােলামানুষ

প্রশান্ত মহাসাগর › বিস্তারিত পোস্টঃ

সবই পরিকল্পিত কিন্তু ভুল

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩

রাজনীতিতে কোন কিছুই হঠাৎ করে ঘটে না। সবই পরিকল্পিত। নির্বাচন কমিশন আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বলে আসছিলো "এখনো আলোচনার সময় আছে"। "এখনো আলোচনার সুযোগ শেষ হয়ে যায়নি"। ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে বসে নির্বাচন কমিশন। মানে হলো বিএনপিকে নির্বাচনের সুযোগ না দেয়া! এটা হলো কুটিল রাজনীতি। যদি সরকার ও নির্বাচন কমিশনের সৎ উদ্দেশ্য থাকতো তাহলে আলোচনার জন্য বিএনপিকে আরও সময় দিতো মানে তারা ২৫ শে জানুয়ারী পর্যন্ত নির্বাচনকে পিছিয়ে দিতে পারতো। হঠাৎ এবং তারাতারি মনে হলেও আসলে সব কিছুই পরিকল্পিত।



কেউ দেশের ভালো চায় না। দেশের স্বার্থ দেখে না। সব শালা স্বার্থপর। নিজেদের স্বার্থের জন্যে দেশের বারোটা তোরোটা বাজিয়ে এখন ষোলটা বাজাচ্ছে। জনগন ভাঙ্চুর করছে! জ্বালাও পোড়াও করছে! মানুষ মারছে!! আরে বেটা এতে হাসিনা খালেদার কি হচ্ছে!? হচ্ছে তো তোর আর আমার। তারা কি পাবলিক জানবাহনে উঠে!? না তাদের বাড়িঘর পুড়ছে!? না তাদের ছেলেমেয়েরা মারা যাচ্ছে!!?



হাসিনা ক্ষমতায় আছে আছে, মধু পান করছে! খালেদা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতার মধু বড় মিষ্টি। জনগন ভেড়ার পাল। আর রাজনীতি করছে শুধু এরশাদ! এরশাদের কাছে হাসিনা খালেদার রাজনীতি শেখা উচিৎ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: কেউ দেশের ভালো চায় না। দেশের স্বার্থ দেখে না। সব শালারা স্বার্থপর। সহমত

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

উর্ণনাভ বলেছেন: সব শালা স্বার্থপর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.