![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভােলামানুষ
নেলসন ম্যান্ডেলা চলে গেলেন। অনেকক্ষণ ভেবেও তাঁর নামের আগে বসানোর জন্য কোন শব্দ খোঁজে পেলাম না। কারণ এমন কোন শব্দ নেই যা তাঁর নামের পূর্বে মানায়। সম্ভবত ১৪ই ডিসেম্বর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গ তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। ধারনা করে হচ্ছে আফ্রিকা মহাদেশে তো অবশ্যই সারা পৃথিবীতেই এরকম শেষকৃত্য অনুষ্ঠান আগে কখনোই হয়নি। নেলসন ম্যান্ডেলাকে পৃথিবীর প্রয়োজন ছিলো কিন্তু তিনি চলে গেলেন! যাদের পৃথিবীতে কোন দরকার নেই এমন কি জুতার গুহার মতো ছোট্ট কোন দেশেরও। সেই সব জঞ্জাল আবর্জনারাই রয়ে গেলো!!
কবে যাবে হাসিনা খালেদারা?????
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
পাঠক১৯৭১ বলেছেন: ম্যানডেলার নামের সামনে বসাতে পারেন, "ধনী কালো আফ্রিকানদের বন্ধু"; অকারণ ভাবাবেগে ভুগছেন?