![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভােলামানুষ
আমি চিরকালই মুজিব অন্তপ্রান একজন সাধারণ মানুষ। সেই সুত্রেই আওয়ামী লীগ ঘেষা। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের কার্যকলাপ আমার একদম না পছন্দ। তাই তার সমালোচনাও করি। কারণ সবার উপরে দেশ।
হাসিনা এবার যে চাতুরতা, নোংরা কৌশল অবলম্বন করলেন! তার জন্য হাসিনা খালেদার কোন ক্ষতি হবে না, হবে দেশের। হাসিনা এরশাদকে জোড় করে এমপি বানাচ্ছেন! বিরোদীদলকে (জামাত ও বিএনপিকে) দমনের জন্য যে মেধা শক্তি আর কৌশল সরকার অবলম্বন করেছে তা যদি সন্ত্রাস আর দূর্নীতির বিরুদ্ধে করতো তাহলে এই সরকারকে সারাজীবনের জন্য জনগন ক্ষমতায় বসিয়ে রাখতো। বা বলতে পারেন ক্ষমতা থেকে নামতে দিতো না।
ভারতের দিকে তাকালে সরকার বুঝতো সে দেশের মানুষ সন্ত্রাস আর দূর্ণিীতিতে অতিষ্ঠ হয়ে নতুন গড়া আম আদমী পার্টির (ঝাড়ু মার্ক!) দিকে কেনো ছুটেছে। কিন্তু সরকারের সে সময় কোথায়!! সরকারকে বলবো চোখ কান খুলুন, যতো তারাতারি ততো মঙ্গল, দেশের জন্য দলের জন্যও। তা না হলে বাংলাদেশেও ঝাড়ু প্রতিক নিয়ে কোন দল দাঁড়িয়ে যাবে!
২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫২
তারিক হাসান রুবেল বলেছেন: এই তো দাদা বুঝতে পারছেন। সমস্যা আওয়ামি লীগ - বি.এন.পি না, আসল সমস্যা জামায়ত। জামায়াত এখন বি.এন.পি তে ডুবে গেছে। জামায়াত ছাড়া বি.এন.পি অচল কিন্তু আওয়ামি লীগ এবং অন্যান্য আরো দল-জোট-গোষ্ঠী, মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এমনকি অনেক সাধারন জনতা ও বি.এন.পি - কে মানবে-ক্ষমতায় আনতে চাইবে কিন্তু জামায়াতকে চাইবে না। কিন্তু বি.এন.পি নেত্রী জামায়াত ছাড়া ক্ষমতায় যাবেন না। এখন বলেন, প্যাজগি টা আসলে কোথায়?
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৪
পাঠক১৯৭১ বলেছেন: আমি মনে করি, আপনার ভাবনা সঠিক।
আমরা অনেকেই শেখ সাহেবকে মনে রেখেছি, শেখ হাসিনা মনে রাখেনি, তার মনে: সালমান, ফারুক, ওরি্যন, আবুল খায়ের, ম খা আলমগীর, ফালু, ইসলামী ব্যাংক, নর্থ সাউথ; সে পারবে না।
যাক, খালেদা ও শিবিরের পতন ঘটাতে পারলেই হলো, আর কিছু করার মত ক্ষমতা উনার নেই; শিবির পালালে উনার কাজ শেষ হবে।