![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পাগল তার নিজের সম্পর্কে কিছু বলতে পারেনা, পাগল রা সবসময় সমালোচিত, তাদের সমালোচনার কোন মূল্য নেই, সো পাগলের কথায় কান দিয়েন না।। :D
মাঝে মাঝে মাথার মধ্যে অনেক কিছু হিজিবিজি গিজ গিজ করে , কিন্তু লিখতে বসলে কিছুই মনে থাকে না । সেই রূপ কথার রাজকন্যা থেকে শুরু করে ডালিম কুমার , কিছুই বাদ থাকে না । খালি মাথার মধ্যে গিজ গিজ করে ………… খ্যাক খ্যাকz
। ঠাকুরমার ঝুলি ,চাচা চৌধুরি , মনে না পড়া ছোট বেলার আরো কত কিযে মনে পডে !!!! একটু একটু বড হয়ে লুকিয়ে সিরিজ বই পডা , রানা সিরিজের বই , বডরা দেখলে হয়ত কিছু মনে করবে তাই । সাইমুম সিরিজ অন্য রকম ভাল লাগা একটা বই ,কিন্তু ইদানিং পডে আগের মত আর মজা পাইনা । ক্রুসেড সিরিজ এই বইটা পডার সময় টান টান উত্তেজনা থাকত সেই শুরু থেকে শেষ পর্যন্ত ,এই বুঝি সালাউদ্দিন আইয়ুবি সোন্য বাহীনি নিয়ে আক্রমনে ঝাপিয়ে পডল , ক্রুসেডাররা জান বাচাতে ময়দান ছেডে পালিয়ে গেল ।শার্লক হোমস ও দস্যু বনহুর সিরিজ ,এই বই গুলোতে সব সময় রহস্য লেগে থাকত , কি সুন্দর ভাষায় লেখর বর্ণনা দিতেন , মনে হত কাহিনির সাথে আমি ও আছি | তিন গোয়েন্দার কথা আর কি আর বলব !!! এই পিচ্ছি পিচ্ছি ছেল গুলো কিভাবে যে রহস্য উৎঘাটন করত এটা আমার মাথাই ঢ়ুকতনা । ছোট থাকতে গোয়েন্দা হওয়ার শখ ছিল বেশি । সব সময় মাথার মধ্যে রহস্য কিলবিল কিলবিল করত । আস্তে আস্তে কেমন জানি বড হতে শুরু করলাম , সময়ের পরিবর্তনে সব কিছু কেন যেন বদলে গেল !!!মনে পডলে আবেগে আপ্লুত হয়ে উঠি , মাঝে মাঝে স্বপ্ন দেখতাম , বড হয়ে লেখক হব কিংবা গোয়েন্দা |না সে রকম কিছু হওয়া গেলনা , পরিস্থিতি আমাকে ক্ষমা করেনি | এখন শুধু বেচে থাকার জন্য সংগ্রাম করি , সব স্বপ্ন দূসর রঙ ধারন করছে | ………………………
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩
পাগলা বস বলেছেন: ধন্যবাদ মামুন ভাই l আপনার ভাল লাগছে শুনে আমিও পুলকিত হলেম
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২০
মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো । ছোট বেলায় দস্যু বনহুর দিয়েই শুরু হয়েছিল । তারপর ঠাকুমার ঝুলি, আরব্য রজনী, মাসুদ রানা..