![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পাগল তার নিজের সম্পর্কে কিছু বলতে পারেনা, পাগল রা সবসময় সমালোচিত, তাদের সমালোচনার কোন মূল্য নেই, সো পাগলের কথায় কান দিয়েন না।। :D
এক্সক্লুসিভ পোস্ট-কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লকে না পড়েই প্রচুর ফ্রেন্ড বাড়ানো যায়....!সাম্প্রতিক সময়ে ফেসবুকে সবচাইতে আলোচিত এবং বিরক্তিকর জিনিস হচ্ছে 'Friend Request Sending Blok' বা সোজা বাংলায় রিকোয়েস্ট ব্লক খাওয়া যাকে বলে আরকি! অনেককেই স্ট্যাটাস দিতে দেখি, 'মাত্র দুইটা রিকু না পাঠাইতেই জুকাইররা আমারে রিকোয়েস্ট ব্লক দিলো।'তাদের ক্ষোভ অহেতুক নয়, কিন্তু তাদের সব রাগ যেনো জুকারবার্গের উপরে, তাই বোধয় জুকারবার্গকে গালি দিয়া বিশেষ শান্তি অনুভব করে। ;Dযাই হোক, আসল কথায় আসি।কিছু নিয়ম মেনে চললে ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক না খেয়েই অল্প দিনে অনেক ফ্রেন্ড বাড়ানো যায়।অনেকেই এটা জানেন কিন্তু অন্যদের জানাতে চান না।তাই যারা জানেন না তাদের কথা চিন্তা করেই আমার এ পোস্ট।যেসব নিয়ম মেনে চলতে হবেঃ
১. একেবারে নতুন আইডি খুলে তা দিয়ে ধুমসে রিকোয়েস্ট পাঠাবেন না, তাতে ফটো ভেরিফিকেশন এ পড়া নিশ্চিত,আর ফটো ভেরিফিকেশনে না পড়লে রিকোয়েস্ট ব্লক খাবেন।
২. নতুন আইডি খুলে অল্প কয়েকজন ফ্রেন্ড বানিয়ে ডিঅ্যাকটিভ করে রেখে দিতে পারেন অথবা অল্পস্বল্প ব্যবহার করে আইডিটাকে পুরাতন বানান।আর পুরাতন আইডি আগে থেকে থাকলে তো আরো ভালো।
৩. এখন, আইডি পুরাতন হওয়ার পর প্রথম দিকে রিকোয়েস্ট ব্লক খাওয়ার সম্ভাবনা খুবই কম,অন্তত এক হাজার ফ্রেন্ড হওয়ার আগে।এ সময়টাতে আপনি ভালো পরিমাণ ফ্রেন্ড বানিয়ে নিন।একসাথে অনেককেই রিকোয়েস্ট পাঠাতে পারেন, তবে অ্যাক্সেপ্ট না হলে ১০ - ১৫ মিনিটের মধ্যে ক্যানসেল করে দিবেন।
৪. আর কারো সাথে যদি ফ্রেন্ড হওয়া জরুরী মনে করেন তাহলে তাকে রিকোয়েস্ট পাঠিয়ে সাথে একটা মেসেজ দিন, যাতে ঝুলিয়ে না রেখে অ্যাক্সেপ্ট করে।
৫. এভাবে ফ্রেন্ড বাড়াতে থাকলে অল্প কয়েক দিনেই আপনি হাজার দুয়েক/তিনেক অ্যাকটিভ ফ্রেন্ড পেয়ে যাবেন।এর আগে বা পরে আপনি একবার ওয়ার্নিং পাবেন, অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কারণে।অনেক ভাগ্যবান ভাইয়েরা লিস্ট ফুল হয়ে যাবার পরও ওয়ার্নিং পায় না, আপনার ক্ষেত্রে সেরকম হলে তো সোনায় সোহাগা।আর যদি ওয়ার্নিং পেয়ে বসেন তাহলে সতর্ক হয়ে যান, নির্দিষ্ট পরিমাণের বেশী রিকোয়েস্ট কখনো পাঠাবেন না,আর ঐ সময়টাতে আপনাকে নিশ্চিত থাকতে হবে যে আপনার পাঠানো কোনো রিকোয়েস্ট ঝুলে নেই, প্রয়োজনে প্রতিটা রিকোয়েস্ট এর সাথে একটা করে মেসেজ দিন।
৬. অনেকেই অল্প মিউচুয়াল ফ্রেন্ড এমন আইডি থেকে রিকোয়েস্ট এসেছে দেখলে ফলোয়ার বানিয়ে রেখে দেন, সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে... যাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন দেখে নিন তাদের সাথে আপনার পর্যাপ্ত পরিমাণ মিউচুয়াল ফ্রেন্ড আছে কি না?? না থাকলে রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই, কারণ তাদের অ্যাকটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম।
৭. এবার একটা গুরুত্ব পূর্ণ কথায় আসি..নানাবিধ সতর্কতা অবলম্বন করার পরও যদি প্রথমবারের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক খেয়ে বসেন আতংকের কিছু নেই, কারণ ততোদিনে আপনার লিস্ট অর্ধেক বা তার চাইতে বেশী ফুল হয়ে যাবে। প্রথম বার ৭ দিনের জন্য রিকোয়েস্ট ব্লক খাবেন, সুতরাং সাতটা দিন পার হয়ে যেতে দিন।
৮. এবার অষ্টম দিনে ব্লক থেকে মুক্তি পেয়ে খুশিতে গদগদ হয়ে একগাদা রিকোয়েস্ট পাঠাবেন না। একটা কথা সবাই জানেন, জেল থেকে অপরাধী ছাড়া পাওয়ার পর বেশ কিছু দিন পুলিশের কড়া নজরদারীতে থাকে।অপরাধ করলেই পুলিশ আবার খপ করে তাকে ধরে জেলে ভরে দেয়।আপনার ক্ষেত্রে ও ঠিক একই বিষয় ঘটবে অর্থাৎ রিকোয়েস্ট ব্লক ছোটার পরপর অল্প কিছু রিকোয়েস্ট পাঠালেও আবার ব্লক খাবেন, একেবারে পুরো ১৪ দিনের জন্য।
৯. তাই মুক্তি পাওয়ার পরে অন্তত এক সপ্তাহ পর্যন্ত সংযম পালন করুন। তারপর আস্তে আস্তে প্রতিদিন ১৫টি , ২০টি, ২৫টি এভাবে রিকোয়েস্ট এর পরিমাণ বাড়াতে থাকুন। তবে আগের মতো আপনাকে সবসময়ই নিশ্চিত থাকতে হবে যে কেউ আপনার রিকোয়েস্ট ঝুলিয়ে রাখেনি।
১০. এভাবে সব নিয়ম কানুন মেনে চললে খুব অল্প সময়েই আপনার লিস্ট ফুল হয়ে যাবে।যদি জিগ্যেস করেন সময়টা কতোদিন তাহলে বলবো,সর্বোচ্চ আড়াই থেকে তিন মাস।আর যদি আগে চার পাঁচটা আইডি এভাবে চালিয়ে অভিজ্ঞ হন ২৩ দিনে লিস্ট ফুল করে ফেলতে পারবেন।তারপর আপনাকে আর পায় কে? আপনি তখন নামযাদা সেলিব্রেটি, হয়তো ভুলেও যাবেন কে আপনাকে এই সব টিপস দিয়েছিলো!!তবে মনে রাখা চাই, আপনাকে কিন্তু ফেবু তে ভালো সময় অ্যাক্টিভ থাকতে হবে.. সময়টা ৬ থেকে ১৪ ঘন্টা ও হতে পারে।
আশা করছি আপনারা এখন থেকে ভালমত ফেসবুক এনজয় করতে পারবেন
পোস্টটি হয়ত অনেকের উপকারে আসবে l
ধন্যবাদ
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
জনাব মাহাবুব বলেছেন: বিরাট গবেষণা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
পাগলা বস বলেছেন:
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
বেঈমান আমি. বলেছেন: ফেসবুকে এত ফ্রেন্ড দিয়া কি হবে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৮
পাগলা বস বলেছেন: পোলাপাইন যে ফেসবুকে সেলেব্রেটি হইতে চায় এই জন্য
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১
পাগলা বস বলেছেন: হুম জটিলও বটে @ জনাব
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫
পাগলা বস বলেছেন: ফেসবুকে এত ফ্রেন্ড দিয়ে আসলে কিছুই হবে না
কিছু কিছু ইউজার আছেন নতুন ফ্রেন্ডশিপ করতে পছন্দ করেন এটা মূলত ওদের জন্য উপকারে আসবে @ আমি
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০
পাগলা বস বলেছেন:
