![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পাগল তার নিজের সম্পর্কে কিছু বলতে পারেনা, পাগল রা সবসময় সমালোচিত, তাদের সমালোচনার কোন মূল্য নেই, সো পাগলের কথায় কান দিয়েন না।। :D
কুড়িয়ে পাওয়া জিনিসও অনেক সময় হীরার
চেয়ে মূল্যবান হয় , আজ থেকে প্রায় ১০বছর
আগের কথা , খুব ভোরে ফজরের নামাজ
পড়তে মসজিদে যাচ্ছিলাম , হঠাৎ রাস্তায় চার
ভাজ ওয়ালা ছোট্ট একটা কাগজ
পড়ে থাকতে দেখে কৌতুহল বশত কাগজ
নিয়ে পকেটে রাখলাম নামাজের পরে পড়ে দেখব
বলে । পরে কাগজ টা খুলে পুরাই অবাক
হয়েছিলাম , ( অবাক হওয়ার অন্যতম কারন হল ,
ঐ সময় আমাকে ভাল পরামর্শ দেয়ার মত কেউ
ছিল না )
তাতে লিখা ছিলঃ
একজন ছাত্রের , ভাল রেজাল্টের জন্য
কিভাবে পড়ালেখা করা উচিৎ !!!
√√ প্রতিদিনের পড়া ডায়েরিতে লিখে নিবে ।
√√ প্রশ্ন মুখস্ত করার পর লিখে দেখবে ।
√√ প্রতিটি বিষয়ের জন্য একটি করে মজবুত
ডাল বাধাই করা ফেয়ার খাতা করবে ।
√√ মুখস্ত করার পর ফেয়ার খাতায় তুলে নিবে ,
মুখস্ত তুলার চেষ্টা করবে ।
√√ ফেয়ার ফেয়ার খাতায় অপ্রয়োজনীয় দাগ
বা চিহ্ন দেয়া দোষণীয় ।
√√ প্রতিদিন নতুন পড়া শুরু করার আগেই ,
পুরাতন পড়া থেকে একটি অধ্যায় রিভাইজ দিবে ।
√√ সব বিষয়কে অন্তর্ভুক্ত করে , একটি দৈনিক
পড়ালেখার রুটিন করবে অবশ্যই অবশ্যই ।
√√ যে দিনের পড়া সেই দিন শেষ করবে অবশ্যই ।
কুড়িয়ে পাওয়া কাগজটির মধ্যে ৪টি টিপস ছিল ,
বাকি গুলো এই কাগজটি আমাকে চিন্তা করতে অনুপ্রেরণা দিয়েছে । আজ হঠাৎ পুরনো ডায়েরি ঘাটাঘাটি করতে গিয়ে অনেক যত্ন করে লিখা সেই দিনের স্মৃতি গুলো মনে পড়ে গেল , হয়ত কারো উপকারে আসতে পারে তাই দিয়ে দিলাম ॥
( দোয়া করবেন প্লিজ , সকলের তরে শুভকামনা রইল )
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯
পাগলা বস বলেছেন: এখন অনার্সে পড়ছি ভাই , 2nd ইয়ার
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩
ইকরাম বাপ্পী বলেছেন: ১০ বছর পরে এখন কি করছেন আপনি?