নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল হইতে সাবধান, ইহা জাতে পাগল তালে ঠিক মশাই

অঘটন গঠিবেই সুতরাং অপেক্ষা করুন, তদন্ত কমিটি আছে না আপনি কেন এত টেনশন করেন!!! :D

পাগলা বস

একজন পাগল তার নিজের সম্পর্কে কিছু বলতে পারেনা, পাগল রা সবসময় সমালোচিত, তাদের সমালোচনার কোন মূল্য নেই, সো পাগলের কথায় কান দিয়েন না।। :D

পাগলা বস › বিস্তারিত পোস্টঃ

আজ মহান মে দিবস!! এই মে দিবসের তাৎপর্য কি!!

০১ লা মে, ২০১৭ দুপুর ১২:৪৬

হয়ত ইতিহাস বেশ আর কম সবার জানা , তাই ইতিহাস ঘাটতে গ্যালাম না , কাজের কথায় আসি ॥

.

আঁজ্ঞে না মশাই, এই দিবস ডা নিয়ে আমার বিষয়ে কোন আগ্রহ কিংবা চুলকানি নেই , তবে কিছু প্রশ্ন আছে হয়ত উত্তরগুলো সবার জানা , বিশ্বের ৮০টা দেশ নাকি এই দিবস ডা পালন করে , বাঙ্গলাদেশই বা বাদ যাবে কেন !! হয়তো গতানুগতিক ভাবে পালন করা হচ্ছে না হয় লোক দেখানো,এই লোক দেখানো বলার পেছনেও তো কারন আছে নাকি!!

.

আচ্ছাএকটু কি ভেবে বলবেন নাকি !! এই মহান মে দিবসে সকল শ্রমিক ছুটি পেয়েছে কি ? আপনার ড্রাইভার সে কি আজ ছুটি পেয়েছে !! হয়তো বলবেন আমার তো গাড়িই নেই ড্রাইভার কই পামু ? না মিবাঈ , এটা সার্বজনীন ভাবে বলছি বিশেষ করে ধনী শ্রেনী লোকদের । এবার আসি আপনার বাড়ির কাজের ভুয়া নিয়ে , সে কি আজ ছুটি পেয়েছে !! সে ছুটি পাবে ক্যামতে , আজ তো বাসায় ম্যালা গেস্ট আসবে , আজকের দিনে কাজ না করলে হয়তোবা তার কপালে ভাত জোটবে না , তাই সে কাজ করতে বাধ্য । অন্যান্য শ্রমিকের কথা বাদই দিলাম ।

.

শ্রমিকরা ছুটি না পাইলেও শ্রমিক খাটানো মহাজন-গুরুরা আজ ঠিকই আয়েশ করে ছুটি কাটাবে, আর কত ভন্ডামী চলবে !!! মে দিবস কি শুধুই শ্লোগান , চিৎকার চেঁচামেচি , বড় বড় বুলি ছুড়া ? পোশাক শিল্পের শ্রমিকরা কি তাদের ন্যায্য অধিকার পায় ? নাকি মে দিবসে শুধুই টকশো তে গলাবাজি , পয়সা-খোর শ্রমিক নেতার ভাওতাবাজি ? হয়তোবা শ্রমিকের মাথায় লাল ফিতা বেধে রাস্তায় হাটাহাটি করা । নাকি মে দিবস ভার্চুয়াল জগত ফেসবুক কিংবা ব্লগে কিছু জ্বালাময়ী স্ট্যাটাস এরপর সব ভুলে যাওয়া !!!

.

সে যাই হোক , জোর দাবি জানাই শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় , সকল শ্রেণীর শ্রমিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা , শ্রমই শক্তি , শ্রমই সকল উন্নয়নের চাবিকাঠি ॥

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ দুপুর ১:০৩

মহিউদ্দিন হায়দার বলেছেন: সবাই ছুটি কাটাতে না পারলেও বন্ধের দিনের যেহেতু কাজ করতে হচ্ছে তাই দ্বীগুণ পারিশ্রমিক দেয়ার নীতি বিভিন্ন দেশে রয়েছে।

২| ০১ লা মে, ২০১৭ বিকাল ৪:২৩

পাগলা বস বলেছেন: আসলে ভাইজান সব গতানুগতিক ভাবেই হচ্ছে, শুধুমাত্র ১লা মে এর জন্যই শ্রমিকের অধিকার নিয়ে কম বেশি সবায় বলে, বছরের বাকি দিন গুলোতে তাদের খবর কে রাখে!! খুব বেশি দূরের উদাহরণ দেয়ার দরকার নাই, আমাদের আশেপাশে একটু চোখ বুলালেই বুঝা যায়। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.