![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পাগল তার নিজের সম্পর্কে কিছু বলতে পারেনা, পাগল রা সবসময় সমালোচিত, তাদের সমালোচনার কোন মূল্য নেই, সো পাগলের কথায় কান দিয়েন না।। :D
ধর্ষিতা মেয়ে দুইটার খবর চলমান ইস্যুতে ( আমরা ইস্যু প্রিয় কিনা!) সোস্যাল নেটওয়ার্ক বলেন অথবা মিডিয়া পুরাই হট এখন, এমনকি চায়ের দোকান বা টংয়ের দোকানের টুকটাক আলোচনার অন্যতম টপিক হয়ে দাড়াল, কেউ বলে মেয়েদের দোষ তারা ওখানে গেল কেন! আর কেউ বলে ছেলে গুলোর জন্মের ঠিক নাই, একেকটা শুয়ারের বাচ্চা, এদের লিংগ কেটে ফেলা হউক।
.
এতো গেল জনসাধারণের প্রতিক্রিয়া, টিভি নিউজ আর ইউটিউবে নির্যাতিত মেয়ের সাক্ষাতকার দেখলাম, বলছে তাদের সাথে কি দুর্ব্যবহার করা হয়ছে, একটা জিনিস লক্ষ্য করলাম, সাক্ষাতকার দেয়া মেয়েটা উড়না আবৃত,নিজেকে খুব ঢেকে রাখছেন যদিও চেহারা ব্লার করা হয়তো পরিচয় গোপন জন্য এমন করছে, তার উড়না পড়া নিয়েও আমার কোন আপত্তি নাই।
.
মশাই, আমার একটা জিনিস মাথায় ঢুকল না, গরু-ছাগল ক্ষেত খাওয়ার আগেই ঘেরাও দিলে ভাল না!!? খাওয়ার পর ঘেরাও দিলে আর কি হবে, যা খাওয়ার খেয়েই তো গেল, মা, মেয়ে, ভাই, বোন সবারই আছে সবার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, ইসলাম পর্দা শুধুশুধুই ফরজ করে নাই, নিরাপত্তার জন্যই করছে, যেমনটা গরু - ছাগলের হাত থেকে ক্ষেত রক্ষা করার জন্য ঘেরাও ব্যাবহার করা হয়।
.
এই ঘটনাটা এখনো যারা আক্রান্ত হন নাই (ছেলে অথবা মেয়ে) তাদের জন্য শিক্ষা বা সতর্ক বার্তাও হতে পারে, জাষ্ট ফ্রেন্ড নামে যারা মৌজমাস্তিতে মেতে থাকেন প্লিজ নিজেকে শুধরিয়ে নিন, অন্তত আপনার পরিবারের সম্মানের দিকে থাকিয়ে হলেও শুধরিয়ে নিন, আক্রান্ত হলে শুধরিয়ে খুব একটা কাজ হবে না, মানুষের ঠাট্টা আর অবহেলার কারন হবেন, হয়তো তখন পৃথিবীতে বেচেঁ থাকাও অর্থহীন মনে হবে।
.
বিশ্বদার্শনিক গনেশ বানীঃ
১.আমরা এমন এক মনুষ্যজাতি, আক্রান্ত ব্যাক্তিকে সহযোগীতার হাত না বাড়িয়ে ঘাড় চেপে ধরাটা বীরত্ব মনে করি।
২. ক্ষেতে ঘেরাও দিন গরু - ছাগলে হামলা করার আগেই।
২২ শে মে, ২০১৭ রাত ৩:৩১
পাগলা বস বলেছেন: রাখালরা উড়ালচন্ডি মনোভাবে থাকেন বলে গরু-ছাগল গুলো বেপরোয়া হয়ে গেছে, এখনতো নিজের বাগান বাঁচানোর জন্য হলেও ঘেরাও দেওয়াটা প্রয়োজন।
২| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:০৪
স্পর্শিয়া বলেছেন:
আর গরুগুলাকে বাঁধবে কে ? গরুগুলাকে না বেঁধে ক্ষেত নিয়ে ভাবছেন কেনো? গরুর পিঠে চাবুক নিয়ে ভাবলেও পারতেন।
২২ শে মে, ২০১৭ রাত ৩:৩৩
পাগলা বস বলেছেন: গরুর মালিক উদাসিন বলেইতো নিজের ক্ষেতের চিন্তা নিজেকে করতে হচ্ছে মশাই
৩| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৪
পাগলা বস বলেছেন: রাখালরা উড়ালচন্ডি মনোভাবে থাকেন বলে গরু-ছাগল গুলো বেপরোয়া হয়ে গেছে, এখনতো নিজের বাগান বাঁচানোর জন্য হলেও ঘেরাও দেওয়াটা প্রয়োজন।
৪| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:০৮
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বাস্তবসম্মত পোস্ট। আমরা যতই চিল্লাফাল্লা করি না কেন এসব প্রভাবশালী ক্রিমিনালদের টিকিটাও কেউ ছুতে পারে না (দীর্ঘ আটাশ বছরের অভিজ্ঞতা)। তাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে।
২২ শে মে, ২০১৭ রাত ৩:৩৫
পাগলা বস বলেছেন: ধন্যবাদ মশাই ,সহমত দেখে পুলকিত হইলেম
৫| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীরভাগ তো দিচ্ছে সেই সুমন/পিন্টুর পর থেকে, কিন্তু লাভ নাই। ছাগল ছাগলামী করবেই...
২২ শে মে, ২০১৭ রাত ৩:৩৪
পাগলা বস বলেছেন: ধন্যবাদ মশাই ,সহমত দেখে পুলকিত হইলেম
৬| ১৪ ই মে, ২০১৭ সকাল ১০:২০
হাতুড়ে লেখক বলেছেন: sagol.
২২ শে মে, ২০১৭ রাত ৩:৩৭
পাগলা বস বলেছেন: ছাগল নিরহ প্রানী মিবাঈ
৭| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:০৮
খরতাপ বলেছেন: বনানীর ধর্ষণ কাহিনী মানুষ এত খাওয়া খেয়েছে যে ভুলেই গেছে কিছুদিন আগে ধর্ষণের বিচার না পেয়ে হজরত আলি আর তার দশ বছরের শিশু সন্তান ট্রেনের নিচে পড়ে নিজেদের দুর্বলতার শাস্তি দিয়েছে।
কয়েকদিন পরে আবার কোন কাহিনী হবে, মানুষ বনানীর কাহিনী বেমালুম ভুলে যাবে।
২২ শে মে, ২০১৭ রাত ৩:৩৮
পাগলা বস বলেছেন: আমরা ইস্যু প্রিয় বাঙ্গালী ,এক ইস্যুর চাপে অন্য ইস্যু ভুলে যাই
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৭ রাত ৮:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাখালরা অন্য বিষয়ে ব্যস্ত। গুরু ছাগল ছাড়া, বাগানে কোনো নিরপত্তা নেই।