নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালের অপর পীঠ

তব ঘৃণা বক্ষে চাপিনু, হাসিনু মুখে, জঞ্জাল তব চাপিনু পিঠে, চলিনু মহাকালে ।

দি ভয়েস

নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।

দি ভয়েস › বিস্তারিত পোস্টঃ

ব্যাক-বেঞ্ছার

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২১

সেদিন রাস্তাতে হুঁচোট খাওয়া,

পাশে বিশ্রী সে হাসি শোনা,

শেষ বিকেলের রৌদ্র মিশে,

লালচে চুল উড়ছে বাতাসে,

ফিকফিক করে সে হাসতে থাকা মেয়েটি,

ভাল লাগছে কেন এই ব্যাথাটি ?

স্কুলে গিয়ে সেই প্রথম ক্লাসে,

মেয়ের সাথে আবার ধাক্কা লাগা,

আহ ! মরন... ফিক করে আবার হাসা ।



ভাল লাগা ক্ষন গুলি জানালাতে মুখ করে,

তার কথা ভাবা, কেন পড়ছে মনে তাকে শয়নে স্বপনে,

ভালবাসা কি, হয়ে গেল তবে !



ক্লাসের ঐ ফাস্ট বেঞ্চে বসে থাকা মেয়েটি,

এতো মিষ্টি কেন তার হাসিটি ?

ঐ হাসির ছলে কত সপ্ন বুনে

ঐ ব্যাকবেঞ্চে বসে থাকা ছেলেটি ।



ভালবাসার কথা, ঐ বলার আশা,

মনের কোনে, ঐ জমে থাকা শত হতাশা

বাসা বাঁধে না পাওয়ার তরে ।

সপ্ন খুঁজে ব্যাকবেঞ্চারের সময় কাটে ।



সপ্নে ভাবে সে আইস্ক্রিম খসে পরার ছলে কি

দুষ্টমিটাই না তারা করে ,

বালিশ চেপে একা হেসে ফেলা,

মায়ের হাতে সেই কান মলা খাওয়ার কথা,

রাস্তায় একা হাটার কথা,

একাই গুন গুনিয়ে গান গেয়ে ফেলার কথা,

টিউশনে স্যারের সে বকুনি খাওয়ার কথা,

অবাক জ্যোৎস্নায় ছাদে একা শোবার কথা,

আহ! এসব ভেবে একাই হেসে ফেলার কথা ।



একদিন স্কুলে গিয়ে তাকে না দেখে, মন খারাপ করে বসে থাকা,

দেয়ালে দেয়ালে কতো নষ্ট ভাবনার ছবি আঁকা ।

ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে তার বাড়িতে গিয়ে চুপ করে দাড়িয়ে থাকা ।

তার সে কি মিষ্টি বকুনি, ভাল লাগছিল তার মুচকি হাসিটি ।



ক্লাসের ঐ ফাস্ট বেঞ্চে বসে থাকা মেয়েটি,

এতো মিষ্টি কেন তার হাসিটি ?

ঐ হাসির ছলে কত সপ্ন বুনে ঐ

ব্যাকবেঞ্চে বসে থাকা ছেলেটি ।



ভালবাসার কথা, ঐ বলার আশা,

মনের কোনে, ঐ জমে থাকা শত হতাশা

বাসা বাঁধে না পাওয়ার তরে ।

সপ্ন খুঁজে ব্যাকবেঞ্চারের সময় কাটে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.